দিশার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। একে অন্যকে এক সময় চোখে হারাতেন। বিদেশ ভ্রমণেও একাধিকবার ফ্রেমবন্দী হয়েছেন তাঁরা।
তবে কোথাও গিয়ে কি আবারও উঠল বিচ্ছেদের ঝড়। মাঝে উপস্থিত একটাই নাম তারা সুতারিয়া।
দিশার সঙ্গে টাইগারের বন্ডিং মাঝে বেশ কিছুটা খারাপ হলেও, আবারও তাঁদের একই ফ্রেমে দেখা যায়।
তারার সঙ্গে টাইগারের সাক্ষাৎ স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির সেটে। সেখানেই প্রথম কাজ করা।
এরপর থেকেই কী তবে গোপনে বেড়েছে সম্পর্ক! না এমনটা নয়। তারার সঙ্গে টাইগারের কোনও সম্পর্কের গুঞ্জণই বর্তমান নয়।
টাইগারের পরবর্তী ছবি হিরোপান্থী ২ ছবিতে নায়িকার ভুমিকাতে অভিনয় করছেন তারা সুতারিয়া। আর সেই সুবাদেই এই কাছাকাছি আসা।
জুলাই মাসেই তাঁরা উড়ে যাবেন রাশিয়ায়। সেখানেই চলবে ছবির শ্যুটিং। সদ্য এমনটাই খবর বিটাউনে।
ফলে স্পষ্টই বোঝা যায় যে ব্যক্তগত জীবনের সমীকরণ এখনও টাইগার দিশার হাতেই দিয়ে রেখেছে।
Jayita Chandra