অভিনেত্রী হতে চাননি রানি, বড় পর্দায় আসা বাংলা ছবির হাত ধরেই, জন্মদিনে রইল অজানা কাহিনি

বলিউড সুপার স্টার রানি মুখোপাধ্যায় ৪৩-এ পা দিলেন। তাঁর স্টানিং লুক থেকে শুরু করে ভাইরাল অভিনয়ের দক্ষতা, সবই যেন দর্শকদের মন ছুঁয়ে যায়। একের পর এক সুপারহিট রোম্যান্টটিক ছবি যেমন উপহার দিয়েছেন তিনি, ঠিক তেমনই সময়ের সঙ্গে সঙ্গে বদলেছেন নিজের লুক ও অভিনয়ের রঙ। 

Jayita Chandra | Published : Mar 21, 2021 2:57 PM
18
অভিনেত্রী হতে চাননি রানি, বড় পর্দায় আসা বাংলা ছবির হাত ধরেই, জন্মদিনে রইল অজানা কাহিনি

বলিউডে ২০০০ দশকে একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়ে ঝড় তুলেছিলেন রানি মুখোপাধ্যায়। 

28

বলিউডের এই সুপারস্টারের হাতে খড়ি তবে বলিউডে নয়। বরং তাঁর হাতে খড়ি হয়েছিল অভিনয়তে বাংলা ছবির হাত ধরে। 

38

বিয়ের ফুল, বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরই বলিউডে সফর শুরু রানির। 

48

রানি মুখোপাধ্যায় বরাবরই চেয়েছিলেন অন্যকোনও প্রফেশনে যেতে। প্রতিবার সাক্ষাৎকারে তেমনটাই জানিয়ে থাকেন তিনি। 

58

অভিনেত্রী নন, তিনি অভিনয়টা পারেন না, এমনই ধারনা তাঁর। তিনি চেয়েছিলেন ডিজাইনার হতে। 

68

রানি মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবনকে চর্চায় নিয়ে আসতে পছন্দ করেন না। তাঁর পরিবারকে তিনি আড়ালেই রাখেন। 

78

এখনও পর্যন্ত আধিরা, অর্থাৎ তার মেয়েকে কারুর সামনে আনেন না রানি। বর্তমানে তিনি বলিউডে বেশ খানিকটা কম কাজ করছেন। 

88


২০২০ সালে রানি মুখোপাধ্যায় সর্বাধিক আয়ের অভিনেত্রী ছিলেন, একের পর এক বিগ বাজেট ছবিতে কাজ করেছিলেন তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos