বলিউড সুপার স্টার রানি মুখোপাধ্যায় ৪৩-এ পা দিলেন। তাঁর স্টানিং লুক থেকে শুরু করে ভাইরাল অভিনয়ের দক্ষতা, সবই যেন দর্শকদের মন ছুঁয়ে যায়। একের পর এক সুপারহিট রোম্যান্টটিক ছবি যেমন উপহার দিয়েছেন তিনি, ঠিক তেমনই সময়ের সঙ্গে সঙ্গে বদলেছেন নিজের লুক ও অভিনয়ের রঙ।