রকস্টারেই প্রথম নজর কেড়েছিলেন নার্গিস ফাকরি। তারপর থেকে বেশ কয়েকটি ছবি করলেও এখনও সেভাবে পসার জমাতে পারেননি নুসরত ফাকরি। বেশ কয়েকটি ভালো ভালো ছবি দর্শকদের উপহারও দিয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ার দ্বারাই এখন তিনি নজরের কেন্দ্রে।
মডেলিং দিয়ে শুরু নার্গিসের কেরিয়ার। তবে বলিউডে জায়গা করে নেওয়াটা এতটাও সহজ ছিল না অভিনেত্রীর জন্য।
210
একটি ক্যাম্পেনিং-এর সময়ই প্রথম সকলের নজর কেড়েছিলেন নার্গিস ফাকরি।
310
তাঁর নাম নিয়ে একাধিকবার গঞ্জনা শুনতে হয়েছিল অনেকেরই কাছ থেকে। তবুও তাতে গুরুত্ব দেননি তিনি।
410
ছবির প্রথম প্রস্তাব আসে রকস্টার। সেখানেই রণবীরের বিপরীতে দেখা যায় তাঁকে।
510
এই ছবির শ্যুটিং চলাকালিনই রণবীরের প্রেমে পরেন নার্গিস। তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
610
বলিউডে রকস্টার করার পর বেশ জনপ্রিয় হয়ে উঠে ছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিও করেন তিনি।
710
তবে সেভাবে নিজেকে তুলে ধরতে পারেননি এখনও। ২০১১-তে প্রথম আত্মপ্রকাশ। কেটে গিয়েছে আট বছর।
810
যদিও নার্গিস এখনও মডেলিং-টাকে নিজের কেরিয়ার বলে মনে করেন। অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি।
910
নার্গিস ঘুরতে খুব পছন্দ করেন। মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেন ভক্তদের জন্য।
1010
সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা তাঁর বিপুল। অভিনত্রীর হট লুকই ভাইরাল নেট দুনিয়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।