নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট। যদিও এটা নতুন কিছু নয়। অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। তার কোনও পোশাক পরা মানেই সেটা হট ভাইরাল। উরফি জাভেদের সঙ্গে কন্ট্রোভার্সি যে ওতপ্রোত ভাবে জড়িত তা প্রায় সকলেরই জানা। কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই। ফের ব্যাকলেস ছবি পোস্ট করে নেটপাড়ার ঘুম উড়ালেন উরফি জাভেদে। বক্ষযুগল মোড়া একচিলতে কাপড়ে। শরীরের একাংশই প্রায় উন্মুক্ত। খোলামেলা শরীরে ছবি পোস্ট করতেই চরম ট্রোলের মুখে পড়লেন উরফি জাভেদ। দেখে নিন ছবিগুলি।
উরফি জাভেদের (Urfi Javed) সঙ্গে কন্ট্রোভার্সি যে ওতপ্রোত ভাবে জড়িত তা প্রায় সকলেরই জানা। পাপারাৎজির চোখ সর্বদাই থাকে তার উপরে। তিনিও কাউকে নিরাশ করেন না। পাপারাৎজিদের সর্বদাই হাসিমুখে পোজ দেন নেটপাড়ার হট সেনসেশন উরফি জাভেদ।
211
অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। তার কোনও পোশাক পরা মানেই সেটা হট ভাইরাল।
311
কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই। ফের ব্যাকলেস ছবি পোস্ট করে নেটপাড়ার ঘুম উড়ালেন উরফি জাভেদ (Urfi Javed) । বক্ষযুগল মোড়া একচিলতে কাপড়ে। শরীরের একাংশই প্রায় উন্মুক্ত। খোলামেলা শরীরে ছবি পোস্ট করতেই চরম ট্রোলের মুখে পড়লেন উরফি জাভেদ।
411
পরনে জিন্স, উর্ধ্বাংশ ঢাকা রয়েছে এক চিলতে কাপড় দিয়ে। খোলা পিঠে নিতম্ব উঁচু করে অশ্লীলতার সীমা পার করেছেন উরফি জাভেদ (Urfi Javed) । ছবি দেখা মাত্রই নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
511
নেটিজেনরা কমেন্টে তাকে নগ্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। কেই আবার বলেছেন জামাকাপড় পরার দরকার কি আছে। অন্য একজন নেটিজেন বলেছেন সবই ঠিক আছে কিন্তু আপনি মুখ কেন খুলে রেখেছেন। কটাক্ষে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Urfi Javed) ।
611
এমন কোনও একটা দিন থাকে না যে উরফি ট্রোলের মুখে পড়ে না। তবে তাতে তার কিছু যায় আসে না। সবেতেই তিনি নির্বিকার। যে যাই বলুক না কেন তিনি নিজের কাজ করেই চলেছেন (Urfi Javed)।
উদ্ভট সাজ পোশাকে, কাটাছেড়া পোশাক পরা, ফ্যাশন সেন্স- এর জন্য বারেবারে জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে (Urfi Javed)। তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।
911
যত দিন যাচ্ছে ততই যেন সাহসীকতার সমস্ত সীমা পার করে ফেলছে উরফি জাভেদ। বিনোদনের রসদ জোগাতে সিদ্ধহস্ত হলেও উরফির পোশাক বিতর্ক যেন তুঙ্গে। প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না ।
1011
আপাতত পোশাক বিতর্কে ফের লাইমলাইটে উঠে এসেছেন উরফি জাভেদ। যদিও ট্রোলারদের নিয়ে বরাবরই কোনও মাথাব্যথা নেই তার। বরং তিনি মনে করেন যে কোনও ধরনের পোশাক পরার স্বাধীনতা রয়েছে তার। এবং পোশাকের কারণে বড় বড় তারকারা খবরে থাকেন। তাহলে উরফির (Urfi Javed) ব্যাপারে সবার এত আপত্তি কেন। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা ।
1111
নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট। যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।