তবে এই অদ্ভুত পোশাক পরে উরফি দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন নেটিজেনরা। একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা কেউ লিখেছেন, 'একটা কিনলে আরেকটা ফ্রি?' কেউ আবার লিখেছেন 'যখন নিজেই বুঝতে পারো না কোন সাইজটা তোমায় ভাল ফিট করবে তখ দুটোই পরে নেওয়া ভাল'। কেউ বলেছেন, 'জামাকাপড় কীভাবে পড়তে হয় সেটাই জানেন না উরফি জাভেদ।'