প্লাস্টিকের ব়্যাপের মধ্যে কালারিং ফুল দিয়ে টপ বানিয়ে নিয়েছেন উরফি। অফ শোল্ডার ক্রপ টপে বুকের অর্ধাংশই বেরিয়ে রয়েছে। তবে বেশ কৌশল করেই স্তনবৃন্ত ঢেকে রেখেছেন উরফি। এই ছবি ভাইরাল হতেই ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। অনেকেই আবার উরফিকে নগ্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন।
59
এতটা সাহসী এর আগে কেউ হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। ঠিক কতটা সাহস থাকলে এমন একটা পোশাক ক্যারি করা যায় তা মনে হয়, উরফির থেকে ভাল আর কেউ জানে না। কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ।
69
নগ্ন শরীরে রূপোলি রঙের ফয়েল দিয়ে সুডৌল স্তনযুগল ঢাকলেন উরফি জাভেদ, মুহূর্তে ভাইরাল হয়েছে ছবি। সারা শরীরে সুতোর লেশমাত্র নেই। উরফির কীর্তি দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। উরফির ছবিতে লাইক ও কমেন্টে ভরে গিয়েছে।
79
নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। তাকে নিয়ে চর্চা হবে না এমন কোনও দিন হয়েছে বলে মনে হয় না। উরফিকে ঘিরে বিতর্ক লেগেই রয়েছে। বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি।
89
বক্ষ-বিভাজিকা নয়, এবার আর একটু হলেই বেরিয়ে যেত স্তনবৃন্ত, এটাই যেন উরফির ফ্যাশন স্টেটমেন্ট। তবে এ নতুন কিছু নয়, হামেশাই শরীর দেখিয়ে শিরোনামে থাকেন উরফি। তবে ব্রা পরে ক্যামেরার সামনে আসতেই ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ লিখেছেন, উফফ কি হট, আবার কেউ লিখেছেন নগ্ন হয়ে যান,ওটাই বা বাকি রেখেছেন কেন।
99
সেক্সি শরীরে যৌবন যেন উপচে পড়ছে। উন্মুক্ত সারা শরীর দেখিয়েই রাতের ঘুম কেড়ে নিলেন উরফি জাভেদ। নেটদুনিয়ার হট সেনসেশনের কোনও ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় বিতর্ক। এবারও তার অন্যথা হল না। পোশাক বিতর্কে ফের জড়ালেন উরফি জাভেদ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।