বর্তমানে আমাগী ছবির কাজ নিয়ে ব্যস্ত বানী, সঞ্জয় দত্ত (Sanjay Dutt) , রণবীর কাপুর (Ranbir Kapoor) ও বানী কাপুর (Vaani Kapoor) অভিনীত এই ছবি মুক্তি পাবে ২২ জুলাই। টিজারেই টানটান উত্তেজনা, ঝড়ের গতীতে ভাইরাল শামশেরার লুক, একের পর এক চমকে এবার ভাইরাল রণবীরের সঙ্গে জুটি বঁধলেন বাণী কাপুর। ছবি মুক্তি পাবে মোট তিন ভাষায়, হিন্দি, তামিল ও তেলেগু।