একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। দীর্ঘদিন ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা চলছে। বিয়ের গুঞ্জনের মধ্যেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ের খবরও শোনা যাচ্ছিল। চলতি বছরেই মে মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছিলেন বরুণ-নাতাশা। ছোটবেলার প্রেম নাতাশাকে পাওয়ার জন্য কী না করতে হয়েছে বরুণকে। কিন্তু একাধিকবার প্রেমে বাধা পেয়েছেন বরুণ। এবং যার কারণেই বারেবারে ভেস্তে গিয়েছে বিয়ের দিন। বিশেষ করে এই কারণেই জন্য আজও ব্যাচেলর ডেভিড পুত্র বরুণ ধাওয়ান।
ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রেম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই নাতাশা দালালের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বরুণের।
28
সেই নাতাশার সঙ্গে আগামীর পথচলা শুরু করতে চান বলি অভিনেতা বরুণ ধাওয়ান। তবে এই ছোটবেলার বন্ধু নাতাশাকে পাওয়ার জন্ কত কিছুই না করতে হয়েছে বরুণকে।
38
রাতারাতি বন্ধু থেকে প্রেমিকা হওয়া অতটাই সহজ ছিল না। বরং একাধিকবার বরুণের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা।
48
সূত্র থেকে জানা গেছিল, চলতি বছরের মে মাসেই চার হাত এক হতে চলেছে। এমনকী বিয়ের দিনক্ষণও নাকি ঠিক হয়ে গিয়েছে। আগামী ২২ মে রাজকীয় বিয়ের আসর বসার কথা ছিল বি-টাউনে।