একাধিকবার প্রেমে বাধা, একটি মাত্র কারণেই বিয়ে করতে পারছেন না 'বরুণ ধাওয়ান'

Published : Jan 10, 2021, 09:17 AM IST

 একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। দীর্ঘদিন ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা চলছে। বিয়ের গুঞ্জনের মধ্যেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ের খবরও শোনা যাচ্ছিল।  চলতি বছরেই মে মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছিলেন বরুণ-নাতাশা। ছোটবেলার প্রেম নাতাশাকে পাওয়ার জন্য কী না করতে হয়েছে বরুণকে। কিন্তু একাধিকবার প্রেমে বাধা পেয়েছেন বরুণ। এবং যার কারণেই বারেবারে ভেস্তে গিয়েছে বিয়ের দিন। বিশেষ করে এই কারণেই জন্য আজও ব্যাচেলর ডেভিড পুত্র বরুণ ধাওয়ান।

PREV
18
একাধিকবার প্রেমে বাধা, একটি মাত্র কারণেই বিয়ে করতে পারছেন না 'বরুণ ধাওয়ান'

ছোটবেলার  বন্ধুত্ব থেকে প্রেম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই নাতাশা দালালের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বরুণের।

28

সেই নাতাশার সঙ্গে আগামীর পথচলা শুরু করতে চান বলি অভিনেতা বরুণ ধাওয়ান। তবে এই ছোটবেলার বন্ধু নাতাশাকে পাওয়ার জন্ কত কিছুই না করতে হয়েছে বরুণকে। 

38

রাতারাতি বন্ধু থেকে প্রেমিকা হওয়া অতটাই সহজ ছিল না। বরং একাধিকবার বরুণের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা। 

48

সূত্র থেকে জানা গেছিল, চলতি বছরের মে মাসেই চার হাত এক হতে চলেছে।  এমনকী বিয়ের দিনক্ষণও নাকি ঠিক হয়ে গিয়েছে। আগামী ২২ মে রাজকীয় বিয়ের আসর বসার কথা ছিল বি-টাউনে। 

58

 করোনা ভাইরাসই বাধা হয়ে দাঁড়িয়েছে বরুণের জীবনে। উল্লেখ্য,গত বছরও বিয়ের তোড়জোড় শুরু করেও থেমে গেছিলেন বরুণ। 

68

আপাতত করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে এই কাপল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ২০২১  সালেই সম্ভবত গাটছড়া বাঁধতে চলেছেন নাতাশার সঙ্গে।

78

করোনার জেরেই নাকি ডেস্টিনেশন ওয়েডিং পিছিয়ে গিয়েছিল বলে জানা গেছে। তবে এখনও কিছুই ঠিকঠাক হয়নি।

88

ইতিমধ্যেই বাগদান পর্ব সেরে নিয়েছেন দুজনে। ফ্যাশন ডিজাইনার নাতাশা একবারে হবু বৌমার আদরই পান ধাওয়ান পরিবারে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories