সত্যিই কি ক্যাটের সঙ্গে দেখা করতে নিয়ম ভাঙলেন ভিকি, আইনি বিপাকে অভিনেতা

করোনা ভাইরাস রুখতে সারা দেশে লকডাউন চলছে। লকডাউন চলাকালী সকলেই ঘরবন্দি। তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই সরকারের নিয়ম মেনে চলছেন । কিন্তু এই লকডাউনের নিয়ম ভাঙলেন বলি অভিনেতা ভিকি কৌশল। জল্পনায় শোনা যাচ্ছে, প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা করতেই লকডাউনের নিয়ম ভঙ্গ করলেন অভিনেতা। এমনকী পুলিশের হাতেও পাকড়াও হয়েছেন অভিনেতা এই খবরেও উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সমস্ত গুজবের যোগ্য জবাব দিলেন অভিনেতা ভিকি।

Riya Das | Published : Apr 24, 2020 8:25 AM IST
110
সত্যিই কি ক্যাটের সঙ্গে দেখা করতে নিয়ম ভাঙলেন ভিকি, আইনি বিপাকে অভিনেতা

সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই একটা খবরে চোখ আটকে যাচ্ছে।

210

বলি অভিনেতা ভিকি কৌশল লকডাউনের নিয়ম ভেঙে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা করেছেন।

310

বি-টাউনে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছ এই খবর। এমনকী বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ায় পুলিশের হাতেও পাকড়াও হতে হয়েছে অভিনেতাকে

410

অবশেষে সমস্ত গুজবের মুখে কুলুপ এটে মুখ খুললেন ভিকি। তিনি পুরো ঘটনাকেই মিথ্যে বলে দাবি করেছেন।

510


টুইটে ভিকি জানিয়েছেন, লকডাউন শুরু হওয়ার পর একবারের জন্যও তিনি বাড়ি থেকে বেরাননি।

610

এমনকী ক্যাটরিনার সঙ্গে দেখা করার পুরো বিষয়টাকে গুজব বলে দাবি করেছেন অভিনেতা।

710

এই ভুঁয়ো খবরের কোনও সত্যতা নেই বলে জানিয়েছেন অভিনেতা।

810


দীর্ঘদিন ধরেই ক্যাটরিনা ও ভিকি কৌশলকে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল।

910

যদিও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে কেউই এখনও মুখ খোলেননি।

1010

সলমনের সঙ্গেও বিচ্ছেদের পরই ভিকির সঙ্গে নাম জড়িয়েছে ক্যাটরিনার।

Share this Photo Gallery
click me!

Latest Videos