সদ্য শাড়ি পরে এয়ারপোর্ট হাজির হলে উরফি। নিশ্চয়ই ভাবছেন, শাড়িতে সৌন্দর্য ফুটে উঠছে তাঁর। কিংবা, শাড়ির নাম শুনে কোনও বঙ্গ তনয়ার সাজে তাঁকে সাজাকে চাইছেন কল্পনার জগতে। তবে, এমন ভুল করবেন না। শাড়ি পরেও নিজের হটনেস বজায় রেখেছেন উরফি। বরাবরের মতো বিতর্ক তৈরি করেছেন। অর্ধ নগ্ন হয়ে এবার পাবলিক প্লেসে পৌঁছে গিয়েছেন।