প্রিয়ঙ্কা-দীপিকাকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে বিরাট কোহলি, কী প্রতিক্রিয়া অনুষ্কার

বলিউডের প্রথম  সারির অভিনেত্রীদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে এলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে ইতিমধ্যেই নজর গড়লেন বিরাট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যার নিরিখে অনবদ্য নজির গড়লেন ক্রিকেট দলের অধিনায়ক বিরাট। প্রথম ভারতীয় হিসেবে তার ফলোয়ার সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হওয়ার মতোনই অবস্থা।  ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫০ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি ছাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার দাপটে কাবু প্রথমসারির অভিনেতা অভিনেত্রীরা। একঝলকে দেখে নিন বিরাটের পিছনে কার স্থান কত নম্বরে।

Riya Das | Published : Feb 18, 2020 11:01 AM IST
111
প্রিয়ঙ্কা-দীপিকাকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে বিরাট কোহলি, কী প্রতিক্রিয়া অনুষ্কার
বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়াকে পিছন ফেলে জনপ্রিয়তার শীর্ষে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
211
ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫০ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি ছাড়িয়েছে।
311
ক্রিকেট মাঠে যেমন ব্যাটের দাপটে কাবু করেন তিনি, তেমনই সোশ্যাল মিডিয়াতেও সিদ্ধহস্ত বিরাট।
411
মাঠের মধ্যেই শুধু নয়, স্টাইল স্টেটমেন্টেও তিনিই সেরা তা বারেবারে প্রমাণ দিয়েছেন অধিনায়ক।
511
বছর ৩১ -এর বিরাট এখন ভারতের সবথেকে বড় সেলিব্রিটি।
611
ইনস্টাগ্রামেও সমান জনপ্রিয় বিরাট। জনপ্রিয়তার নিরিখে অনেক আগেই দেশের সেলিবিট্রিদের টপকে নিজের জায়গা করে নিয়েছিলেন
711
মাঠের মধ্যে এবং বাইরে তিনিই সেরা তা প্রমাণ করলেন অধিনায়ক।
811
বলি অভিনেত্রী প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৪৯.৯ মিলিয়ন অর্থাৎ ৫ কোটি প্রায় । ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পিসি।
911
প্রিয়ঙ্কার ঠিক পরের স্থানেই রয়েছে দীপিকা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ফলোয়ারের সংখ্যা ৪৪.১ মিলিয়ন।
1011
২০১৭ সালের ১১ ডিসেম্বরে বলি অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাটছড়া বাঁধেন বিরাট।
1111
এবার প্রথম ভারতীয় হিসেবে তিনি ৫০ লক্ষ ফলোয়ার করে সবার শীর্ষে নিজের জায়গা করে নিলেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos