Published : May 01, 2020, 12:45 PM ISTUpdated : May 01, 2020, 01:01 PM IST
অনুষ্কা শর্মা। বলিউডের প্রথমসারির অভিনেত্রী আজ ৩২ শে পা দিলেন।একদিকে লকডাউন, অন্যদিকে সজন হারানোর বেদনায় এই বছরের জন্মদিনটা অনেকটাই যেন ফিকে হয়ে গেল অনুষ্কার। বি-টাউনে বেশ কয়েকটি সম্পর্কেই নাম জড়িয়েছে অনুষ্কার। বর্তমানে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গাটছড়া বেধে চুটিয়ে সংসার করছেন অনুষ্কা। কিন্তু অনুষ্কার মধ্যে এমন একটি বিষয় রয়েছে যা একদমই পছন্দ নয় বিরাটের। কী সেই বিশেষ স্বভাব যা মন কাড়ে না অধিনায়কের।
বিরাট কোহলি- অনুষ্কা শর্মা এখন সকলের বিরুষ্কা। ভক্তদের ভালবাসায় এই জুটির নাম পরিবর্তন হয়েছে বিরুষ্কায়।
210
আজ ৩২ -শে পা দিলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অতীতে বহু তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চিত হয়েছে বি-টাউনে।
310
সমস্ত জল্পনা ছাপিয়ে অবশেষে তিনি এখন বিরাট ঘরণী। সবসময়েই দুজন দুজনার পাশে থেকেছেন।
410
বিরাটের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা যায় অনুষ্কাকে। অভিনেত্রীর অনুপ্রেরণাই তার জয়ের শক্তি।
510
অনুষ্কাকে নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করতে কখনওই দেখা যায় না বিরাট কোহলিকে।
610
কিন্তু একটি সাক্ষাৎকারে একবার অনুষ্কাকে নিয়ে মুখ ফসকে একটি কথা বলে ফেলেছিলেন বিরাট। যা শুনে সকলেই চমকে গেছিল।
710
অনুষ্কার এমন একটি স্বভাব রয়েছে যা মোটেই পছন্দ নয় বিরাটের। যখনই তারা দেখা করেন অনুষ্কা সবসময়েই দেরি করে করে আসেন। সময় নিয়ে একদমই পাংচুয়াল নন অনুষ্কা।
810
অনুষ্কার এই স্বভাব একদমই পছন্দ করেন না বিরাট। কিন্তু অনুষ্কার অবদান যে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা তিনি অকপটে স্বীকার করেছেন
910
বিরাট ও অনুষ্কা লকডাউনের মধ্যেও একাধিক মজার মজার ভিডিও পোস্ট করেছেন। ইতিমধ্যেই করোনা ভাইরাসের বিরুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। প্রধানমন্ত্রী ও মহারাষ্টের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন তারা।
1010
বলিউডের দুই মহাতারকার মৃত্যুতেও শোকপ্রকাশ করেছেন অনুষ্কা শর্মা ও বিরাট। কোনওভাবেই যেন তাদের মৃত্যু মেনে নিতে পারছেন না তারা।