করিনার পর এবার চমক দিলেন বিরাট, মেয়ে ও স্ত্রীর ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানালেন

Published : Mar 08, 2021, 04:24 PM ISTUpdated : Mar 08, 2021, 04:25 PM IST

অন্তঃসত্ত্বা অনুষ্কা, খবর শেয়ার হওয়ার পরই তা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তবে ডেলিভারীর পর মন ভেঙেছিল অনুষ্কা ভক্তদের। মেলেনি কোনও ছবি। এমনকি এই মর্মে কড়া সতর্কতাও মেনে তবেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন এবার বিরুষ্কা। 

PREV
19
করিনার পর এবার চমক দিলেন বিরাট, মেয়ে ও স্ত্রীর ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানালেন

বরাবরই অনুষ্কা ও বিরাট কোহলি, তাঁদের নিয়ে খুব একটা চর্চা পছন্দ করেন না। তাই প্রকাশ্যে অনেক কাহিনি উঠে আসতে দেখা যায় না। 

29

প্রেম পর্ব থেকে শুরু, কোনও মতেই তা প্রকাশ্যে আসুন, দুই সেলেবই তা চাননি।

39

তাই একাধিকবার খোলা মাঠ হোক বা রেস্তোরা, ফ্রেমবন্দি হলেও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। 

49

এমন কি বিয়ের আগে যখন বুকিং-এর কাজ চলছিল, তখনও বিরাটের নাম বদলে সবাইকে অনুষ্কা জানিয়েছিলেন রাহুল। 

59

এতটাই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন তিনি। তাই মেয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। 

69

প্রথম থেকেই তাঁরা জানিয়ে দিয়েছিলেন, যে তাঁদের সন্তানের কোনও ছবি সামনে আনা যাবে না। যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল পাপরাজিৎদের দল। 

79

তবে কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেছিলেন অনুষ্কা। এবার মিলল আরও এক ছবি। 

89

এক সন্তানের জন্ম হওয়ার সাক্ষী থাকা সব থেকে রোমাঞ্চকর ও আনন্দদায়ক দৃশ্য। 

99

যা দেখের পর এক নারীর শক্তি সম্পর্ক স্পষ্ট ধারনা তৈরি হয়ে যায় সকলেরই, সঙ্গে মেয়ে ও অনুষ্কার ছবিও পোস্ট করলেন বিরাট, নেট দুনিয়ায়। 

click me!

Recommended Stories