মুম্বই পুলিশ- প্রথম প্রসঙ্গ উঠে আসে মুম্বই পুলিশের ভুমিকা ঘিরে। কেন ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ নেই মৃত্যুর সময়। এরপর আসে আরও এক মিথ্যাচার। সুশান্ত মৃত্যুর আগে গুগুলে খুঁজেছিল যন্ত্রণাহীন মৃত্যুর উপায়। যা আদোপে ভুল। সুশান্ত খুঁজেছিল, হিমাচল, কেরালাতে জমি। কেন মুম্বই পুলিশ এই ধরনের কাজ করেছে, তা প্রশ্নের মুখে থেকেই যায়। বিশালের দাবি, তিনি মেন্টাল হেলথ নিয়ে অনেক পড়াশুনা করেছেন, এটা হয় খুন নয়তো আত্মহত্যার প্ররচনা।