দিশা পাটানিঃ একটি ফ্যাশন শোয়ে শো স্টাপর হয়ে এসেছিলেন দিশা পাটানি এবং টাইগার শ্রফ। শোটি শুরু হওয়ার আগেই টাইগার দিশাকে হাঁটতে বারণ করে দিয়েছিলেন। প্রথমদিকে কেউ কিছু টের করতে না পারলেও পরে জানা যায় ব়্যাম্প ওয়াকের মেঝেটি আয়নার মত, যার উপর দিয়ে হাঁটলে অন্তর্বাস দেখা যেত দিশার। তাই তাঁকে ম্যালফাংশনের হাত থেকে বাঁচিয়েছেন টাইগার।