বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় মালাইকা-আরবাজের। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। সম্প্রতি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এখনও প্রাক্তন স্বামীর সঙ্গে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেন না মালাইকা, কারণ জানলে চমকে যাবেন।
বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে এবং বর্তমানে এক সন্তানের মা মালাইকা। যদিও সেই সম্পর্কেও চিড় ধরে বছর চারেক আগে।
29
বিয়ে-সন্তান-বিবাহবিচ্ছেদ-লিভইন এইসব কিছুই যেন জলভাত মালাইকা আরোরার কাছে। বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছর ধরে সংসার করেছেন মালাইকা।
39
বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় মালাইকা-আরবাজের।
49
বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় মালাইকা-আরবাজের।
59
সম্প্রতি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন স্বামীকে অন্য মহিলার কাছাকাছি দেখলে এখনও ঈর্ষা করেন মালাইকা।
69
সুপারমডেল উজ্জ্বলা রাউতের সঙ্গে আরবাজের ঘনিষ্ঠতা নাকি মেনে নিতে পারেননি বলি ফ্যাশনিস্তা।
79
প্রাক্তন স্বামীর সঙ্গে পরস্ত্রী-র ঘনিষ্ঠতা ছাড়াও আরবাজকে নিয়ে কেউ বেশি কিছু বললেই অস্বস্তি বোধ করেন মালাইকা
ইনস্টাগ্রামে একে অপরকে উষ্ণ বার্তাও চোখ এড়ায়নি মালাইকার। তবে কি প্রাক্তনের প্রতি এখনও নিজের অধিকার বজায় রাখতে চান মালাইকা। একাধিক প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।