কেন নয়, প্রশ্ন হওয়া উচিৎ, কীভাবে, কীভাবে প্রতিটা ধাপে ধাপে অভিষেক বচ্চন নিজেকে তৈরি করলেন বিগ বুলের জন্যে!
অভিনয় পরিণত, তবে কী বাড়িতেই লকডাউনে এমন কোনও দাওয়াই দিলেন ঐশ্বর্য!
অভিষেক ও ঐশ্বর্যের সমীকরণ নিয়ে ভক্তদের মনে বরাবরই প্রশ্ন থাকে তুঙ্গে। কখনও রোম্যান্স কখনও বিচ্ছেদ।
তবে নানা পর্শ্নের মাঝেই এই জুটি একে অন্যের সঙ্গে চুটিয়ে সংসার করে প্রমাণ করেন যে তাঁরা মেড ফর ইচ আদার।
এবার তা নিয়ে মুখ খুললেন খোদ অভিষেক বচ্চন। লকডাউনে কীভাবে তিনি ঐশ্বর্যকে পাশে পেয়েছিলেন!
বচ্চন পরিবারের ওপর করোনা যখন হানা দেয়, বেজায় ভেঙে পড়েছিলেন অভিষেক। তখনই এক দায়িত্ববান স্ত্রীর ভূমিকা পালন করেছিলেন ঐশ্বর্য।
জানিয়েছিলেন, এটা এক কথায় অসম্ভব যে গোটা পরিবার এক সঙ্গে সময় কাটাচ্ছে। কিন্তু লকডাউন তা সম্ভব করেছে।
অভিষেক জানান, এই সময় তাঁদের ঠিক যা যা করের ইচ্ছে ছিল, সবটাই তাঁরা করেছেন। নিজেদের মত করে সময় কাটিয়েছেন।
আর এই সময়টাই তাঁকে সাহস যুগিয়েছে। তাঁকে নতুন করে রিফ্রেশ হতে সাহায্য করেছে বলেই জানান তিনি।
Jayita Chandra