হানিমুনে যাওয়ার পথে ঐশ্বর্য প্রথম বচ্চনবধূ বলে ডাকা শোনেন, পলকে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাইসুন্দরী

ঐশ্বর্য রাই, এই পরিচিতিটাই যথেষ্ট। একটা নামেই গোটা বিশ্ব তাঁকে চেনে। নিজের গুণে ও পরিশ্রমে সসেই নাম তৈরি করেছিলেন ঐশ্বর্য। কিন্ত বিয়ের পর হঠাৎই কানে এলো বচ্চন বধূ, ডাক শোনা মাত্রই মুহূর্তে কি মনে হয়েছিল ঐশ্বর্যের! 

Jayita Chandra | Published : Mar 3, 2021 6:41 AM IST
111
হানিমুনে যাওয়ার পথে ঐশ্বর্য প্রথম বচ্চনবধূ বলে ডাকা শোনেন, পলকে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাইসুন্দরী

ঐশ্বর্য রাই বচ্চন মানেই এক কথায় বলতে গেলে এক সুপারস্টার যিনি বলিউড থেকে হলিউড, সর্বত্র নিজের নামেই পরিচিত। 

211

সেরা সুন্দরী উপাধী পাওয়া থেকে শুরু করে অভিনয়ের দাপটে বলিউডে রাজ করা, কিছুই বাদ পড়ে না তার তালিকা থেকে। 

311

সেই সেলেবের জীবনেই আসে রোম্যান্সের ঝড়। একের পর এক তারকা মন দিয়েছে এই হট ডিভাকে। 

411

তবে নিজের জীবনে কাকে সব থেকে বেশি ভরসা করা যায়, তা বেছে নিয়েছিলেন নিজেই। তিনি হলেন অভিষেক বচ্চন। 

511

অমিতাভ বচ্চনের পরিচয়তেই শুরুতে যার পরিচয় ছিল চাপা। তবে ঐশ্বর্যের ক্ষেত্রে এমনটা কখনও হয়নি। 

611

অন্য কারুর পরিচয় পরিচিতি পেতে হয়নি তাঁকে। কিন্তু বিয়ের পর এ কী শুনতে হল রাই সুন্দরীকে। 

711

প্রকাশ্যেই তাঁকে ডাকা হল মিসেস বচ্চন হবলে। তিনি তখন যাচ্ছিলেন হানিমুনে অভিষেকের সঙ্গে। 

811

সম্বধোন শুনে প্রথমে থমকে যান ঐশ্বর্য, তবে কি বচ্চনের পরিচয়েই বাঁচতে হবে এবার। কিন্তু মুহূর্তে পাল্টায় মুড। 

911

অভিষেকের দিকে তাকিয়ে তিনি হেঁসে ফেলেন। বুঝতে পারেন তাঁর বিয়ে হয়ে গিয়েছে। সেই ডাকই যেন তাঁর ঘুম ভাঙিয়েছিল।

1011

তার তিনি সিঙ্গল নন, এখন তিনি বিবাহিত। তাঁর সঙ্গে জড়িয়েছে অন্য একজনের নাম। তিনি গর্ব বোধ করেন। 

1111

এছাড়াও প্রতিদিন মেনুতে কুমড়ো থাকা মানেই শরীরে প্রোটিনের ব্যালেন্স বজায় থাকা।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos