ব্যান হল টিকটক, রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই তারকাদের ভবিষ্যত কী

গতকাল অর্থাৎ সোমবার মোদী সরকারের উদ্যোগে ব্যান হল পঞ্চাশেরও বেশি চীনা অ্যাপ। যার মধ্যে রয়েছে ইউসি ব্রাউজার, সিএস স্ক্যানারের মত কার্যকরী অ্যাপও। তবে এই কার্যকরী অ্যাপের চেয়েও চীনা যে অ্যাপটি অত্যাধিক পরিমাণে ব্যবহৃত হত তা হল টিকটক অ্যাপ। নাচ, গান, লিপ সিঙ্ক করে জনপ্রিয়তা পেয়েছে অসংখ্য ছেলে-মেয়ে। তাদের মধ্যে যারা টিকটক তারকা হিসেবে জনপ্রিয় এখন তাদের কী হবে সেই প্রশ্নই করে চলেছে দেশবাসী। তাদের জনপ্রিয়তা যেমন ট্রোলারের সংখ্যাও নেহাত কম নয়। এখন তাদের সোশ্যাল মিডিয়ায় আসাই দুর্বিসহ হয়ে উঠেছে। দেখে নিন সেই সেরা দশ টিকটক তারকাদের।

Adrika Das | Published : Jun 30, 2020 8:37 AM IST
110
ব্যান হল টিকটক, রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই তারকাদের ভবিষ্যত কী

ফৈজল শেখঃ সম্প্রতি ক্যারিমিনাতির সঙ্গে ইউটিউব বনাম টিকটকে ফৈজলের দ্বন্দ্ব লাগে। যা স্বল্প সময়ের মধ্যে থিতিয়েও যায়। তবে ফৈজল টিকটকে বেশ জনপ্রিয়। এতটাই জনপ্রিয় যে তাঁর প্রোফাইলের কিছু ভিডিও ব্যান হয়েছে।

210

জন্নত জুবের রহমানিঃ রানি মুখোপাধ্যায়ের ছবি হিচকি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জন্নতকে। হিন্দি ধারাবাহিক তু আশিকি, ফুলওয়া-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেন জন্নত। 

310

আবেজ দরবারঃ টিকটকার পাশাপাশি কোরিওগ্রাফার হিসেবেও যথেষ্ঠ জনপ্রিয় তিনি। প্রায় বাইশ মিলিয়ন ফলোয়াড়স রয়েছেন তাঁর অ্যাকাউন্টে। 

410

গরিমা চৌরাসিয়াঃ প্রায় আঠারো মিলিয়ন ফলোয়াড় সংখ্যা নিয়ে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন গরিমা। একটি গানে রাস্তার মাঝে নেচে বিখ্যাত হন বিহারের মেয়ে গরিমা।

510

মঞ্জুল খট্টরঃ দেশের ক্রাশ হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। টিকটক ভিডিওর মাধ্যমে সকলের নজরে আসেন মঞ্জুল। অল্পবয়সী মেয়েদের কথায়, মঞ্জুলের মত সুন্দর দেখতে টিকটক তারকা তারা আগে কখনও দেখেনি। 

610

আশিকা ভাটিয়াঃ ছোটপর্দা থেকে হঠাৎই টিকটক তারকা। রূপে গুণে মুগ্ধ টিকটকের অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করেছিলেন আশিকা। 

710

অবনীত কৌরঃ ঝলক দিখলাজা অনুষ্ঠানে কোরিওগ্রাফার হিসেবে প্রথম দেখা যায় তাঁকে। এছাডা় অবনীতও রানি মুখোপাধ্যায়ের ছবি মরদানি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ১৮ মিলিয়ন ফলোয়াড়স তাঁর প্রাপ্য হয়েছে নিজের নাচের দক্ষতায়।

810

রিয়াজ আলিঃ ২৭ মিলিয়নেরও বেশি ফলোয়াড়স তাঁর টিকটক অ্যাকাউন্টে। মহিলা ভক্তদের সংখ্যাও রীতিমত সাংঘাতিক। নিত্যদিনই প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন রিয়াজ। 

910

নগমা মিরাজকরঃ অভিনয়, নাচ এবং লিপ সিঙ্কই তাঁর ইউএসপি। রূপেও ভুলিয়েছেন হাজারও পুরুষকে। আবেজ দরবারের সঙ্গেই তাঁকে একাধিক ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। 

1010

আরিশফা খানঃ হিন্দি টেলি দুনিয়ায় পদার্পণ করেছিলেন শিশুশিল্পী হিসেবে। এক বীর কি আরদাস বীরা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপরই টিকটকে বিভিন্ন ভিডিও করতে করতে জনপ্রিয় পান আরশিফা।

Share this Photo Gallery
click me!

Latest Videos