অন্তঃসত্ত্বা ঐশ্বর্য, তথ্য গোপন করায় বিপত্তিতে পরিচালক, কটাক্ষের সপাট জবাব বিগ বি-র

Published : Sep 06, 2020, 10:23 AM ISTUpdated : Sep 06, 2020, 10:30 AM IST

শ্যুটিং-এর একাধিক শর্তবলি ও নিয়ম, যা অক্ষরে অক্ষরে পাল করে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। প্রথম সারির তারকাদের ক্ষেত্রে তা কখনই খেলাপ হয় না। কিন্তু বচ্চন বধূ এ কী করলেন! মাথায় হাত পরিচালকের। মুখ খুলতেই গর্জে উঠলেন অমিতাভ, ঠিক কী ঘটেছিল! 

PREV
18
অন্তঃসত্ত্বা ঐশ্বর্য, তথ্য গোপন করায় বিপত্তিতে পরিচালক, কটাক্ষের সপাট জবাব বিগ বি-র

ঐশ্বর্য রাই বচ্চন, একটা সময় একের পর এক ছবির প্রস্তাব থাকত তাঁর হাতে। কেরিয়ার যখন পিকে ঠিক তখনই ঐশ্বর্য ও অভিষেক বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। 

28

এরই কয়েকবছরের মধ্যে সেই রাই সুন্দরীকে নিয়েই বিপত্তিতে পড়তে হয় পরিচালক মধুর ভন্ডরকারকে। 

38

চলছিল হিরোইন ছবির শ্যুটিং। যেখানে মুখ্য ভূমিকাতে অভিনয় করছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। চলছে ছবির শ্যুট। ৬৫ দিন শ্যুটিং হয়েও গিয়েছিল। এমন সময় খবরের শিরোনাম নজর কাড়ে পরিচালকের। 

48

একটি সংবাদ মাধ্যম প্রথম প্রকাশ্যে নিয়ে মা হতে চলেথেন ঐশ্বর্য। শুনে পরিচালকের মাথায় হাত। তিনি কিছুই জানতে পারেননি। 

58

এরপরই ঐশ্বর্য চার মাসের ছুটি দাবি করে বসেন। যা শুনে বেজায় খেপে যান পরিচালক। তাঁর কথায়, এত বড় তথ্য গোপন করে শ্যুটিং করলেন ঐশ্বর্য। 

68

তিনি তড়িঘড়ি ঐশ্বর্যকে বদলে দেন। করিনা কাপুর পান হিরোইন ছবির প্রস্তাব। কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিলেন ছবির পরিচালক। 

78

তাঁর কথায় কেউ অন্তঃসত্ত্বা মানেই তাঁর চেহারাতে ধরা পড়বেই, যা ছবির জন্য সুখকর নয়। ঐশ্বর্য আনপ্রফেশনাল কাজ করেছেন বলেও দাবি করেন পরিচালক। 

88

এই মন্তব্য শোনা মাত্রই ময়দানে নেমে পড়েন অমিতাভ বচ্চন। তিনি জানান, স্টারেদের ব্যক্তিগত জীবন রয়েছে, তাঁরা কখন বিয়ে করবেন, কখন সন্তান নেবেন, তার হিসেব পরিচালককে দিতে হবে! 

click me!

Recommended Stories