Published : Sep 23, 2020, 02:15 PM ISTUpdated : Sep 23, 2020, 02:16 PM IST
পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন ঐশ্বর্য রাই বচ্চনের সবকিছুই যেন পিচ পারফেক্ট। এলাহী বিয়ে, সফল কেরিয়ার, সুখি পরিবার। এমন পারফেক্ট জীবন যাপন করেও সাংঘাতিক ভুল করে বসেছিলেন তিনি। বর্ণবিদ্বেষকে প্রচার করে ফেলেছিলেন ঐশ্বর্য। তাও আবার অজান্তেই। যার জেরে তাঁকে মারাত্মক ট্রোলিং এবং নিন্দার সম্মুখীন হতে হয়। তিনি যদিও পরবর্তীকালে জানান, কাজটি তিনি অজান্তেই করে ফেলেছেন। এই অজান্তে করে ফেলা ভুলের মাশুল গুনে হয় বহুদিন ধরে।
পরবর্তীকালে সেই কোম্পানি থেকে ক্ষমা চাওয়া হয়। এবং বিজ্ঞাপনটি তুলে অন্য ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বসিয়ে দেওয়া হয় ঐশ্বর্যের ছবি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।