Published : Sep 23, 2020, 02:15 PM ISTUpdated : Sep 23, 2020, 02:16 PM IST
পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন ঐশ্বর্য রাই বচ্চনের সবকিছুই যেন পিচ পারফেক্ট। এলাহী বিয়ে, সফল কেরিয়ার, সুখি পরিবার। এমন পারফেক্ট জীবন যাপন করেও সাংঘাতিক ভুল করে বসেছিলেন তিনি। বর্ণবিদ্বেষকে প্রচার করে ফেলেছিলেন ঐশ্বর্য। তাও আবার অজান্তেই। যার জেরে তাঁকে মারাত্মক ট্রোলিং এবং নিন্দার সম্মুখীন হতে হয়। তিনি যদিও পরবর্তীকালে জানান, কাজটি তিনি অজান্তেই করে ফেলেছেন। এই অজান্তে করে ফেলা ভুলের মাশুল গুনে হয় বহুদিন ধরে।