'বর্ণবিদ্বেষী' ঐশ্বর্যের বিজ্ঞাপন, বিতর্কের মুখে বিশ্বসুন্দরী, ক্ষমা চাওয়া ছড়া ছিল না গতি

পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন ঐশ্বর্য রাই বচ্চনের সবকিছুই যেন পিচ পারফেক্ট। এলাহী বিয়ে, সফল কেরিয়ার, সুখি পরিবার। এমন পারফেক্ট জীবন যাপন করেও সাংঘাতিক ভুল করে বসেছিলেন তিনি। বর্ণবিদ্বেষকে প্রচার করে ফেলেছিলেন ঐশ্বর্য। তাও আবার অজান্তেই। যার জেরে তাঁকে মারাত্মক ট্রোলিং এবং নিন্দার সম্মুখীন হতে হয়। তিনি যদিও পরবর্তীকালে জানান, কাজটি তিনি অজান্তেই করে ফেলেছেন। এই অজান্তে করে ফেলা ভুলের মাশুল গুনে হয় বহুদিন ধরে। 

Adrika Das | Published : Sep 23, 2020 8:45 AM IST / Updated: Sep 23 2020, 02:16 PM IST
18
'বর্ণবিদ্বেষী' ঐশ্বর্যের বিজ্ঞাপন, বিতর্কের মুখে বিশ্বসুন্দরী, ক্ষমা চাওয়া ছড়া ছিল না গতি

একটি গয়নার বিজ্ঞাপনের জন্য ফোটোশ্যুট করেছিলেন ঐশ্বর্য। যেখানে তাঁকে এথনিক পোশাকে দেখা যায়। 

28

সঙ্গে তিনি পরেছিলেন সেই ব্র্যান্ডের গয়না। বিশ্বসুন্দরী ভারতীয় পোশাকে গয়না পরে বসে আছেন, এমন দৃশ্যের পর অন্য কোথাও চোখ যাওয়ার কথাই নয়। 

38

তবুও তাঁর দিক থেকে চোখ সরেছিল একাধিক নেটিজেনের। এমনকি রাই সুন্দরীর ভক্তরাও তাঁকে নিয়ে সমালোচনা করতে থাকে। 

48

নিন্দুকদের নজরে আসে বর্ণবিদ্বেষ। ঐশ্বর্যের ফোটোশ্যুটের মধ্যেই ছিল গলদ। 

58

ঐশ্বর্যের পিছনে ছিল একটি পেন্টিং। যেখানে একটি কৃষ্ণ বর্ণের একটি ছেলে ছাতা ধরে রয়েছে। 

68

নেটিজেনদের কথায়, বর্ণবৈষম্য এবং ক্রীতদাস প্রথাকে প্রচার করা হয়েছিল সেই বিজ্ঞাপনে। 

78

বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক বাড়তে বাড়তে বিষয়টি ঐশ্বর্যের উপর গিয়ে পড়ল। বিতর্কে ভরে গিয়েছিল ঐশ্বর্যের জীবন। 

88

পরবর্তীকালে সেই কোম্পানি থেকে ক্ষমা চাওয়া হয়। এবং বিজ্ঞাপনটি তুলে অন্য ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বসিয়ে দেওয়া হয় ঐশ্বর্যের ছবি।   

Share this Photo Gallery
click me!

Latest Videos