আর্থিক সঙ্কটে অমিতাভ, দেউলিয়া হওয়ার পথে রাতারাতি মাঠে নেমেছিলেন বিগ বি, ঘটেছিল মিরাকেল

অমিতাভ বচ্চন। একের পর এক ছবি যাঁর ঝুলিতে। এক কথায় বলতে গেলে, অমিতাভের এমন দিন যে আসতে পারে তা হয়তো অনেকে কল্পনাও করতে পারেননি। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল এক সময়, যা অমিতাভ বচ্চন নিজেও আন্দাজ করতে পারেননি। 

Jayita Chandra | Published : Oct 11, 2020 7:46 PM IST
18
আর্থিক সঙ্কটে অমিতাভ, দেউলিয়া হওয়ার পথে রাতারাতি মাঠে নেমেছিলেন বিগ বি, ঘটেছিল মিরাকেল

বলিউডে ঝড় তোলা অমিতাভ, শাহেনশাহ এক সময় আর্থিকভাবে যখন শেষ হতে বসেছিলেন, ঠিক তখনই নিজেই বদলে ছিলেন ভাগ্য। 

28

অমিতাভ বচ্চন প্রাইভেট লিমিটেড, নিজের নামে একটি সংস্থা খুলেছিলেন অমিতাভ বচ্চন। যা কিছুদিনের মধ্যেই দেখেছিল ক্ষতির মুখ। 

38

বিদেশ থেকে সেই সংস্থা বিক্রি করে দেওয়ারও প্রস্তাব আসে।  দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিলেন অমিতাভ।

48

প্রয়োজন ছিল তাঁর ৯০ কোটি টাকার। পরিবারের সকলের থেকে কিছু কিছু করে ধার করতে থাকেন তিনি। পরে তা শোধও করে দেন।

58

কিন্তু কীভাবে, প্রশ্ন উঠলেই সামনে আসে, অমিতাভ বচ্চন ও তাঁর ছবি মহবতের কথা। রাতারাতি আবারও ছবি করার কথা স্থির করেছিলেন তিনি। 

68

করণ জোহরের সঙ্গে দেখা করেন। আর হাতে আসে মহবতে ছবি। এখানেই শেষ। আর কোনও দিন অমিতাভ বচ্চনকে ফিরে তাকাতে হয়নি। 

78

এরপর থেকে শুরু হয় অমিতাভের জীবনে নতুন সফর। একের পর এক ছবি হিট। আয়ের ঝুলিও ক্রমেই ভরতে থাকে তাঁর। 

88

সেখান থেকেই শুরু কেবিসি-র সফর। টেলিভিশনের সেই সফর আজ ইতিহাস। অমিতাভ বচ্চন বর্তমানে ১০০ কোটির জলসার মালিক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos