শ্রীদেবীর শরীরী কামের নেশায় স্ত্রী-সন্তানকে ছেড়েছিলেন বনি, মায়ের কষ্ট আজ ভোলেননি অর্জুন-অংশুলা

বলিউডের চাঁদনি  আজ বেঁচে না থাকলেও সবার মনে তিনি বেঁচে রয়েছেন। বলিউডের এভারগ্রীণ অভিনেত্রী শ্রীদেবীর আজ জন্মদিন। কেটে গিয়েছে অনেকগুলি বছর। আজও তাকে ভুলতে পারেননি দর্শককূল।   শ্রী না থাকলেও শুধু পড়ে রয়েছে  অমলিন স্মৃতি। বলিউডের  হাজার পুরুষের ড্রিম গার্ল হয়েও দুই সন্তানের বাবার গলায় শেষমেষ মালাটা পরিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু মোনা যখন জানতে পেরেছিল তখন অনেকটাই দেরি হয়ে গেছিল,সেই আক্ষেপ বরাবরই তাড়িয়ে বেড়িয়েছিল বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরকে। এমনকী নিজের মায়ের জায়গায় অর্জুনও কোনওদিন বসাতে পারেননি শ্রী-কে। বাবা বনি এবং মা  মোনার বিবাহবিচ্ছেদের পর মায়ের কষ্ট আজও তাড়িয়ে বেড়ায় অর্জুন ও অংশুলাকে।

Riya Das | Published : Aug 13, 2021 4:00 AM IST / Updated: Aug 13 2021, 09:44 AM IST
110
শ্রীদেবীর শরীরী কামের নেশায় স্ত্রী-সন্তানকে ছেড়েছিলেন বনি, মায়ের কষ্ট আজ ভোলেননি অর্জুন-অংশুলা
বলিউডের চাঁদনি শ্রীদেবী। এভারগ্রীণ অভিনেত্রী শ্রীদেবীর আজ জন্মদিন। বি-টাউনের প্রথম সারির অভিনেত্রীর প্রেমে হাজার পুরুষ হাবুডুবু খেলেও শেষমেষ পরিচালক তথা দুই সন্তানের বাবা বনি কাপুরের গলাতেই মালা দিয়েছিলেন তিনি।
210
এত নায়ক থাকতে কেন তিনি বনিকে বেছে নিয়েছিলেন। আর বনিই বা কেন নিজের স্ত্রীকে ছেড়ে শ্রীদেবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, এই নিয়ে আজও বিস্তর জল্পনা রয়েছে।
310
বলিউডের চাঁদনি শ্রীদেবীর প্রেমে পড়ার আগেই বিবাহিত ছিলেন বলি পরিচালক বনি কাপুর। তবে শুধু বিবাহিতই নন, দুই সন্তান অর্জুন কাপুর ও অনুষা কাপুরের বাবাও ছিলেন বনি।
410
শ্রীদেবী পাওয়ার জন্য মোনা কাপুরকে ছেড়ে দিয়েছিলেন বনি। শুধু তাই নয়, দুই সন্তান সহ স্ত্রীকে ছেড়ে শ্রী এর সঙ্গে ঘর শুরু করেছিলেন বনি কাপুর।
510
নিজের মায়ের জায়গায় অর্জুনও কোনওদিন বসাতে পারেননি শ্রী-কে। বাবা বনি এবং মা মোনার বিবাহবিচ্ছেদের পর নিজেকে সামলাতে পারতেন না অর্জুন কাপুর।
610
সালটা ১৯৯৬। বাবা বনি কাপুরের মাকে ছেড়ে দেওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারেননি অর্জুন। আবেগ সামলাতে অন্যভাবে নিজেকে ব্যস্ত রাখতেন অভিনেতা।
710
শ্রীদেবীর শরীরী প্রেমে মজে বাবা, মা একা । সেইসময় নিজেকে সামলাতে খাবারের মধ্যে ডুবে থাকতেন অর্জুন। এতটাও খাওয়া-দাওয়া করতেন অর্জুন যে একটা সময়ে গিয়ে মাত্র ১৬ বছর বয়সে তার ওজন হয়ে গিয়েছিল ১৫০ কেজি।
810
বনি কাপুরের ছেলে অর্জুনও মা হিসেবে শ্রীদেবীকে কখনও মেনে নেননি। মা ও ছেলের সম্পর্ক কখনওই ছিল না শ্রী এবং অর্জুনের। চ্যাট শো-তে অর্জুন একবার সাফ জানিয়েছিলেন, শ্রীদেবী সারাজীবন বনি কাপুরের স্ত্রী হয়েই থেকে যাবেন, কখন তার মা হিসবে তাকে যেন গন্য করা না হয়।
910
সূত্র থেকে জানা গেছে, শ্রীদেবী প্রথমে বনির প্রেমে পড়েন নি। কিন্তু শ্রী-কে আকর্ষিত করতেই তার কাছাকাছি যেতে চেয়েছিলেন বনি। আশ্চর্য বিষয় হল বনি কাপুরের স্ত্রী মোনা কাপুরের খুব ভাল বন্ধু ছিলেন শ্রী। আর সেই বন্ধুত্বের খাতিরে মাঝেমধ্যেই বনির বাড়িতেও যাতায়াত ছিল শ্রীদেবীর।
1010
বলিউডের  হাজার পুরুষের ড্রিম গার্ল হয়েও দুই সন্তানের বাবার গলায় পড়ালেও মা মোনা কাপুরের একাকীত্ব, কষ্ট, যন্ত্রণা আজও ভুলতে পারেননি অর্জুন ও তার বোন অংশুলা। এবং মায়ের মৃত্যুর পরেও অর্জুনের অভিভাবক হয়ে ওঠেন এই ছোট বোন অংশুলা কাপুর।
Share this Photo Gallery
click me!

Latest Videos