বাবা সুনীল দত্ত এবং মা নার্গিস দত্তের ছেলের হওয়ার সুযোগে বলিউডের সমস্ত কিছু কাছ থেকে দেখেছেন সঞ্জয় দত্ত। তারকার ছেলে হয়েও কখনও নেপোটিজমের তকমা লাগেনি তাঁর উপর। বরং স্পয়েল্ট ব্র্যাট, ড্রাগি, ওমানাইজার এই ধরণের তকমাই লাগে তাঁর গায়ে। সেই নিয়ে একটা গোটা বায়োপিকই বানিয়ে ফেলেন রাজকুমার হিরানি। সঞ্জু। নাম ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। যাঁদের মধ্যে কেবল যে মুখের মিল রয়েছে তাই নয়, মিল রয়েছে খানিক চরিত্রেও। সঞ্জয় দত্তের ৬১ তম জন্মদিনে বারে বারে এই ছবির সমালোচনা উঠে আসে প্রত্যেক সময়।