Published : Oct 20, 2020, 12:41 PM ISTUpdated : Oct 21, 2020, 10:32 AM IST
বলিউডের সেরা রোমান্টিক জুটি বললেই সবার আগে মনে আসে শাহরুখ খান ও কাজলের নাম । বাস্তব জীবনেও কাজল ও শাহরুখ খান দুজনেই খুব ভাল বন্ধু। প্রথমসারির জুটি হিসেবে যেমন তাদের পরিচিতি রয়েছে ঠিক তেমনই বন্ধুত্বের রসায়ণও তাদের খুবই ভাল। সালটা ২০০৭, কফি উইথ করণ-এ শাহরুখ-কাজলকে প্রশ্ন করা হয়েছিল কিং খানের ছেলে আরিয়ানের সঙ্গে যদি অজয় কন্যা পালিয়ে যায়, তাহলে তারা কী করবেন, করণের সেই প্রশ্নের জবাবে কী উত্তর দিয়েছিলেন রোম্যান্টিক জুটি, জানলে অবাক হবেন।
বলিউডের সেরা জুটি একের পর এক ছবি করে বক্স অফিস মাত করে রেখেছে। আর সেই হিট জুটিকেই দর্শক সবসময়ে পর্দার বাইরেও দেখতে চেয়েছে।
29
'কুছ কুছ হোতা হ্যায়' 'দিলওয়ালে ', 'কভি খুশি কভি গম'-এর মতো একাধিক হিট নাম্বার রয়েছে তাদের ঝুলিতে। শাহরুখ-কাজল নামটা শুনলেই যেন ভক্তদের প্রত্যাশা দ্বিগুণ বেড়ে যায়। তবে বাস্তবেও কি তাদের রসায়ণ এতটাই গাঢ়।
39
সম্প্রতি কাজল ও শাহরুখের একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। 'যেখানে কফি উইথ করণ'-এ একসঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের এই রোম্যান্টিক জুটি।
49
কাজল ও শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, যে আজ থেকে ১০ বছর পর যদি আরিয়ানের সঙ্গে নায়সা যদি পালিয়ে যায়, তাহলে কী হবে।
59
করণের প্রশ্নে কাজলের সপাট জবাব, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। কিন্তু শাহরুখকে দেখে বিভ্রান্ত মনে হয়েছিল।
69
শাহরুখের অভিব্যক্তি দেখে করণ বলেছিল, এই উত্তর শাহরুখের যে বিশেষ পছন্দ হয়নি, তা তার অভিব্যক্তিতেই স্পষ্ট। শাহরুখ তখন হাসতে হাসতে বলেছিলেন, তিনি এই জিনিসটি নিয়ে খুব ভয় পাচ্ছেন।
79
সম্প্রতি শাহরুখ খান এবং কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ২৫ বছর পূর্ণ হয়েছে।
89
আদিত্য চোপড়ার প্রথম ছবি , যেটা কিনা মুম্বইয়ের প্রেক্ষাগৃহে দুই দশকেরও বেশি সময় ধরে চলেছিল।
99
'বাজিগর' ছবিতে শাহরুখ-কাজলকে দেখা গেলেও 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতেই তারা সুপারহিট জুটির তকমা পেয়েছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।