১২ বছর বয়সেই 'ব্রা'-এর ভিতর কমলালেবু ঢুকিয়ে পার্টিতে হাজির প্রীতি, পরিণতি কী হয়েছিল জানেন

সদ্যই কিছুদিন আগেই মা হয়েছেন বলি অভিনেত্রী প্রীতি জিন্টা। সবাইকে রীতিমতো চমকে দিয়ে কোলে এল দুই সন্তান। যমজ সন্তানের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানিয়েছেন প্রীতি জিন্টা (Preity Zinta) । বর্তমানে লস অ্যাঞ্জেলসে স্বামী জিন গুডেনাফের সঙ্গে থাকেন প্রীতি জিন্টা। একটি ছেলে ও একটি মেয়ে এসেছে  প্রীতি ও জিনের ঘরে। ছেলে ও মেয়ের নাম জয় ও জিয়া। তবে জানেন কি, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন প্রীতি জিন্টা। আর এমন এমন কাজ করেছেন অভিনেত্রী, যার কারণ বারেবারে লজ্জায় পড়তে হয়েছে অভিনেত্রীর মা-কে। সাক্ষাৎকারে নিজের সেই দুষ্টুমির কথা শেয়ার করেছিলেন প্রীতি জিন্টা, যা জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Mar 9, 2022 6:09 AM IST / Updated: Mar 09 2022, 11:44 AM IST
19
১২ বছর বয়সেই 'ব্রা'-এর ভিতর কমলালেবু ঢুকিয়ে পার্টিতে হাজির প্রীতি, পরিণতি কী হয়েছিল জানেন


তারকাদের ব্যক্তিগত জীবনটা জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন নেটিজেনরা। ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন প্রীতি জিন্টা। আর এমন এমন কাজ করেছেন অভিনেত্রী, যার কারণ বারেবারে লজ্জায় পড়তে হয়েছে  বহুবার। সাক্ষাৎকারে নিজের সেই দুষ্টুমির কথা শেয়ার করেছিলেন প্রীতি জিন্টা  (Preity Zinta)।

29

সিমি গাড়েওয়ালের শো-তে প্রীতি জিন্টা একবার জানিয়েছিলেন,  আমার মনে হয় আমার মাকে একাধিকবার আমার জন্য লজ্জায় পড়তে হয়েছে (Preity Zinta) । কী এমন করছিলেন অভিনেত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

39

প্রীতি জিন্টা (Preity Zinta) জানিয়েছেন,  আমি যখন বড় হয়ে আমার বন্ধুদের তাদের বাচ্চাদের সঙ্গে দেখি, তখন মনে মনে ভাবি, হে ভগবান আমার সন্তানরা যেন আমার মতো না হয়। আমি সমস্ত নিয়ম ভেঙেছি। এতটাই দুষ্টু ছিলাম যে বারবার লজ্জায় পড়তে হয়েছে মাকে।

49

প্রীতি  (Preity Zinta) জানান, ছোটবেলার বড়দের পার্টিতে ঢোকা নিষিদ্ধ ছিল তার। কিন্তু দরজার পিছনে কী হয়, তা জানার বড়ই ইচ্ছে ছিল অভিনেত্রীর।  বারবার মাকে অনুরোধ করেও কোনও লাভ হয়নি তখনই বিকল্প রাস্তা বেছে নিয়েছিলাম।

59

প্রীতি  (Preity Zinta) আরও জানান, সেইসময় মায়ের কার্বাড থেকে ব্রা বার করে পরে নিয়েছিলাম। এবং শুধু তাই নয়, সেখানে দুটো কমলালেবু পরে নিয়েছিলাম। এবং তারপরই সেই বড়দের পার্টিতে হাজির হয়েছিলাম। এবং সেখানে হাজির হয়ে বলেছিলাম, আমার বয়স এখন ১৮, তখন বয়স ছিল মাত্র ১২ বছর।

69

প্রীতি  (Preity Zinta) আরও জানান, এই ঘটনায় আমার মা খুব রেগে গিয়েছিল। এতটাই রেগে গিয়েছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক এইভাবে ছোটবেলায় দুষ্টুমি করতেন প্রীতি জিন্টা। আপাতত দুই সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রীতি জিন্টা।
 

79

সদ্যই কিছুদিন আগেই মা হয়েছেন বলি অভিনেত্রী প্রীতি জিন্টা। সবাইকে রীতিমতো চমকে দিয়ে কোলে এল দুই সন্তান। যমজ সন্তানের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানিয়েছেন প্রীতি জিন্টা (Preity Zinta) । বর্তমানে লস অ্যাঞ্জেলসে স্বামী জিন গুডেনাফের সঙ্গে থাকেন প্রীতি জিন্টা। 

89

যমজ সন্তানের খবর দিয়ে প্রীতি (Preity Zinta)  জানিয়েছেন সারোগেসির মাধ্যমেই যমজ সন্তানের জন্ম দেন প্রীত ও জিন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পোস্টে ডাক্তার, নার্স, এবং সারোগেটকেও ধন্যবাদ জানান অভিনেত্রী। দীর্ঘ ৫ বছর আগে ২০১৬ সালে ২৬ ফেব্রুয়ারি জিনের সঙ্গে বিয়ে করেন প্রীতি। এবং বিয়ের পর থেকে বেশিরভাগ সময়টাতেই মুম্বই থেকে দূরে  লস অ্যাঞ্জেলসে স্বামী জিন গুডেনাফের সঙ্গে থাকেন প্রীতি জিন্টা।

99

এখনও পর্যন্ত দুই সন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি বলি অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta) । কবে দেখা যাবে তাদের যমজ সন্তানের মিষ্টি মুখগুলি, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos