প্রকাশ্যেই খুলতে হবে অন্তর্বাস, কেরিয়ারের শুরুতে এমন প্রস্তাব পেয়ে কী করেছিলেন পিসি। পরিচালকের যৌন হেনস্তার শিকার কীভাবে হয়েছিলেন প্রিয়ঙ্কা, তা নিজেই শিকার করেছিলেন নায়িকা। প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, 'যৌন উত্তেজক নাচ করে আমায় প্যান্টি খুলতে বলা হয়েছিল শুটিং সেটে'। পরিচালকের বিরুদ্ধে মুখ না খোলার কষ্ট আজও তাড়িয়ে বেড়ায় প্রিয়ঙ্কাকে।