হলিউডের প্রিয়ঙ্কা চোপড়া এবং বলিউডের প্রিয়ঙ্কা চোপড়ার মধ্যে যেন আকাশ পাতাল তফাত। বলিউডে থাকাকালীন তাঁর ফ্যাশন সেন্স ছিল ভিন্ন ধরণের। হলিউডে পদার্পণের পর থেকেই তাঁর ফ্যাশনে এসেছে ভিন্নতা। বিভিন্ন ধরণের মেকআপ, ফ্যাশন, পোশাক, সবেতেই এসেছে নতুন ছোঁয়া। বছর দুয়েক আগে একটি সেলেব্রিটি চ্যাট শো-এ প্রিয়ঙ্কা চোপড়ার ড্রেস দেখে মানুষ চোখ সরাবে নাকি চোখ মেলে তাকিয়ে থাকবে তাই বোঝা মুশকিল হয়ে গিয়েছিল। বোল্ডনেসের সঙ্গে ক্লাসি বিষয়টি চিরকালই তাঁর মধ্যে ছিল, তবে এই কারণেই ট্রোলডও হয়েছেন সাংঘাতিক।
টেলিভিশন অনুষ্ঠান লেট নাই উইথ সেথ মেয়ার্স-এ অথিতি হিসাবে গিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
210
সেই সময় আকাশে বাতাসে তাঁর এবং নিক জোনাসের ডেটিং খবর। সংবাদ শিরোনামে কেবল একটাই খবর।
310
খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তাঁরা। পরবর্তীকালে সেই বছর ডিসেম্বরে বিয়ে সারলেন তাঁরা।
410
তবে সংবাদ শিরোনামে থাকার জন্য প্রিয়ঙ্কার চোপড়াকে বিয়ে করতে লাগে না, লাগে নিজের বোল্ডনেস প্রমাণ করতে।
510
বছর দুয়েক আগে একটি সেলেব্রিটি চ্যাট শো-এ অথিতি হিসাবে গিয়েছিলেন তিনি।
610
সেখানেই একটি হালকা বেগুনি রঙের ব্লেজার ড্রেস পরেছিলেন প্রিয়ঙ্কা। শর্ট ড্রেস বলেই তাঁর দিকে চোখ ঘুরেছিল তেমনটা নয়।
710
ব্লেজারের একটি বিশেষ জায়গায় ছিল কাট আউট। বক্ষের জায়গাটি ছিল চোখের শেপে চেড়া।
810
যার কারণে তাঁর নিপ স্লিপ হওয়ার ভয় ছিল সাংঘাতিক। ব্রালেস ছিলেন প্রিয়ঙ্কা। স্টিক অন ব্রা পরেই এই পোশাক পরেছিলেন।
910
যার কারণে সকলের অবস্থা প্রায় ঘাম ঝড়ানোর মত হয়েছে। তবে এই কারণে ট্রোলডও হয়েছিলেন সাংঘাতিক।
1010
তিনি নাকি ভারতীয় সংস্কৃতি ক্রমশ ভুলতে বসেছেন। যার জেরে এই ধরণের অদ্ভুত, অশালীন পোশাক পরছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।