কার্যসিদ্ধি করার জন্য কারও গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করেন না তিনি। চোখ রাঙিয়ে কথা বলাই একমাত্র কাজ। প্রেমিকাদের হাতের মুঠোয় রাখেন শারীরিক অত্যাচার করে। হুমকি দিয়েই চলতে থাকে তাঁর জীবন। অসংখ্য মানুষের কাছে সলমন খানের চারিত্রিক বৈশিষ্ট্য গুলি হল এই। টক্সিক শব্দটি যেন ওতোপ্রতভাবে জড়িয়ে সলমনের নাম। নিন্দুকদের মতে সলমন এমনই এক পুরুষ যে স্বার্থপর। আজ তাঁর জন্মদিনে সেই টক্সিক ঘটনাগুলির প্রসঙ্গ উঠে আসে বারবার।
ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন বহুদিন ধরে তাঁর উপর শারীরিক অত্যাচার করেছিলেন সলমন। এমনই বলে সূত্রের খবর।
210
ঐশ্বর্যকে একবার চোট পাওয়া হাতে ব্যান্ডেজ করা অবস্থাতেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছিল।
310
যদিও ঐশ্বর্য কখনই সলমনের বিষয় এমন কোনও অভিযোগ আনেননি, তবে তাঁর সঙ্গে ব্রেক আপ হওয়ার পর আর ঘুরেও তাকাননি অভিনেত্রী।
410
ঐশ্বর্যকে অন্যান্য অভিনেতাদের সঙ্গে কাজ করতে দেননি সলমন। সেই সময় রীতিমত হুমকি দিতেন ভাইজান।
510
যার জেরেই সলমনের প্রসঙ্গ নিয়ে তিনি আজও কোনও মন্তব্যই করতে চান না। ঐশ্বর্যকে নিয়ে আজও সলমনের মনে কোথাও যেন সফ্ট কর্নার রয়ে গিয়েছে।
610
তারপরই তাঁর জীবনে আসে ক্যাটরিনার পর্ব। ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ খানের সঙ্গে কথা কাটাকাটি হয় সলমনের।
710
সেই ঝগড়া হাতাহাতিতে গিয়ে ঠেকলে ক্যাটরিনা সলমনকে সামলাতে এগিয়ে আসেন। তখনই সলমন তাঁকে চর মারে সলমন।
810
ক্যাটরিনার ঘনিষ্ঠ মহল থেকেই খবরটি ছড়ায় নেটদুনিয়ায়। তবে ক্যাটরিনা এই কথাটি অস্বীকার করে যান।
910
সলমনের সঙ্গে অরিজিৎ সিংয়ের সমস্যাও হুমকিতে গিয়ে ঠেকে। তাঁৎ কেরিয়ারও নষ্ট করার চেষ্টায় ছিলেন সলমন।
1010
এই সমস্ত নিয়ে ঘটনা নিয়েই সলমনের জীবন সর্বদা বিতর্কের তুঙ্গে। তাঁর জন্মদিনে এই প্রসঙ্গগুলিই বারে বারে উঠে আসে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।