'উমরাও জান'কে ছোঁয়ার চেষ্টা, বলি ডিভা রেখার সঙ্গে নিজের তুলনা সারার, পরিণতি কী হয়েছিল

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি স্টারকিডদের নিয়েও নেটিজেনদের প্রবল আগ্রহ রয়েছে। কখন কোন খুনসুটিতে তারা মেতে রয়েছেন সেখান থেকে যেন চোখ সরে না পাপরাৎজির। যদিও 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান।  সম্প্রতি সারা আলি খানের একটি সিক্রেট প্রকাশ্যে এসেছে। বলিউডের অরজিনাল ডিভা রেখার সঙ্গে নিজের তুলনা করেন সারা, শুধু তাই নয়, ঘটা করে তা আবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন সইফ কন্যা।
 

Riya Das | Published : Aug 22, 2020 2:49 AM IST
19
'উমরাও জান'কে ছোঁয়ার চেষ্টা, বলি ডিভা রেখার সঙ্গে নিজের তুলনা সারার, পরিণতি কী হয়েছিল


বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। কেদারনাথ ছবি দিয়ে বলিউডে  পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা।

29


কেদারনাথ ছবি দিয়ে বলিউডে  পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা। ইতিমধ্যেই ছিপছিপে চেহারায় নজর কেড়েছেন অভিনেত্রী। 
 

39


কেদারনাথ ছবি দিয়ে বলিউডে  পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা। ইতিমধ্যেই ছিপছিপে চেহারায় নজর কেড়েছেন অভিনেত্রী। 

49

২৪ বছর বয়সী সারা সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, সেই ছবিতে বলিউডের ডিভা রেখার সঙ্গে নিজের তুলনা টেনেছেন।

59

তার ক্যাপশনই বলে দিয়েছে, তিনি কী লিখেছেন এবং কীভাবে নিজেকে দেখছেন। নিজের ছবির সঙ্গে ক্যাপশনে 'সারা কি শায়েরি' লিখেছেন অভিনেত্রী।

69

 'সারা কি শায়েরি' -তে একটা রিদমিক স্টাইল রাখার চেষ্টা করেছেন সইফ কন্যা সারা। যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।

79

 'সারা কি শায়েরি' -তে একটা রিদমিক স্টাইল রাখার চেষ্টা করেছেন সইফ কন্যা সারা। যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।

89

রেখার মতোন কে না হতে চায়। কিন্তু উমরাও জানকে ছোঁয়া অতটাও সহজ নয়। তা অনেকেই তাকে মনে করিয়ে দিয়েছেন।

99

আপাতত 'কুলি নম্বর ওয়ান' সিক্যুয়েলের শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী।  এর পাশাপাশি 'লভ আজকাল টু'-নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos