শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিচ্ছেন সুহানা। তবে বাবা হিসেবে কি সবটা মেনে নিতে পারছেন শাহরুখ। বাবা হিসেবে মেয়ে সুহানাকে নিয়ে কতটা পজেসিভ শাহরুখ, তা প্রকাশ্য এসেছে সবার সামনে।।
69
শাহরুখকে করণ প্রশ্ন করেছিল যে, কখনও যদি দেখতে পান সুহানার কোনও প্রেমিক তাকে চুমু খাচ্ছেন, তবে তিনি কী করবেন। কিং খানের সটান উত্তর, সেই ছেলেকে মেরে ঠোঁট ফাটিয়ে দেবেন।
79
কাটাছেড়া পোশাক, শরীর প্রদর্শন, মেয়ের শরীরে অন্য পুরুষের হাত এতদূর পর্যন্ত যেন মেনে নিতে পারেন শাহরুখ, কিন্তু এর থেকে সুহানার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলেই চরম বিপদ।
89
মেয়েকে নিয়ে অত্যন্ত পজেসিভ শাহরুখ। পরিবারকে নিয়ে খানিকটা পাগলের মতোই করে থাকেন অভিনেতা।
99
আসলে পরিবারের ক্ষেত্রে শাহরুখ অনেকটা 'ডর' ছবির চরিত্রের মতোন। যেটা সুহানারও পছন্দ নয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।