'পরপুরুষের হাত মেয়ের শরীরে কিন্তু চুমু খেলেই ফাটবে ঠোঁট', সুহানার প্রেমিককে কড়া হুমকি শাহরুখের

সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে  সুহানা খান।  কিং খানের থেকেও যেন কমসময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন শাহরুখ কন্যা সুহানা। সুহানাকে নিয়ে প্রতিনিয়তই যেন চর্চা বেড়েই চলেছে অন্তর্জালে। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিচ্ছেন সুহানা। তবে বাবা হিসেবে কি সবটা মেনে নিতে পারছেন শাহরুখ। বাস্তবে বাবা হিসেবে মেয়ে সুহানাকে নিয়ে কতটা পজেসিভ শাহরুখ, জানলে চমকে যাবেন। 

Riya Das | Published : Mar 18, 2021 10:30 AM
19
'পরপুরুষের হাত মেয়ের শরীরে কিন্তু চুমু খেলেই ফাটবে ঠোঁট', সুহানার প্রেমিককে কড়া হুমকি শাহরুখের


বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সর্বদাই নিজের স্টাইল স্টেটমেন্টে শিরোনামে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতেই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ কন্যা। 

29

স্টারকিডের তকমাটা যেন খুব একটা যায় না সুহানার সঙ্গে। ইতিমধ্যেই স্টারকিডের তকমা ঝেড়ে হট অবতারে ধরা দিয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান।

39

দিন দিন যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন শাহরুখ-গৌরী কন্যা সুহানা। প্রতিটি ছবিই যেন ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়।

49

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কফি উইথ করণ-এ শাহরুখের ডেটিং-এর সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

59


শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিচ্ছেন সুহানা। তবে বাবা হিসেবে কি সবটা মেনে নিতে পারছেন শাহরুখ। বাবা হিসেবে মেয়ে সুহানাকে নিয়ে কতটা পজেসিভ শাহরুখ, তা প্রকাশ্য এসেছে সবার সামনে।। 

69

শাহরুখকে করণ প্রশ্ন করেছিল যে,   কখনও যদি দেখতে পান সুহানার কোনও প্রেমিক তাকে চুমু খাচ্ছেন, তবে তিনি কী করবেন। কিং খানের সটান উত্তর, সেই ছেলেকে মেরে ঠোঁট ফাটিয়ে দেবেন। 

79

কাটাছেড়া পোশাক, শরীর প্রদর্শন, মেয়ের শরীরে অন্য পুরুষের হাত এতদূর পর্যন্ত যেন মেনে নিতে পারেন শাহরুখ, কিন্তু এর থেকে সুহানার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলেই চরম বিপদ।

89


মেয়েকে নিয়ে অত্যন্ত পজেসিভ শাহরুখ। পরিবারকে নিয়ে খানিকটা পাগলের মতোই করে থাকেন অভিনেতা।

99


আসলে পরিবারের ক্ষেত্রে শাহরুখ অনেকটা 'ডর' ছবির চরিত্রের মতোন। যেটা সুহানারও পছন্দ নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos