শিল্পা শেট্টি এবং বিতর্ক। এক সময় এই দুই ওতোপ্রতভাবে জড়িত ছিল একে অপরের সঙ্গে। ২০০৭ সালে ব্রিটিশ রিয়্যালিটে শো বিগ ব্রাদারে এসে নজর কেড়েছিলেন বিদেশি দর্শকের। আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেন শিল্পা। বর্ণবিদ্বেষ, কুমন্তব্য, ভারতীয় হওয়ায় নানা সমালোচনা সহ্য করে টিকে থেকেছিলেন শিল্পা। নিজের সম্মান বজায় রেখেই বিগ ব্রাদার অনুষ্ঠানে কেবল টিকেই থাকেননি তিনি, জিতেওছিলেন সেই শো।
জনপ্রিয়তা অর্জন করলেও বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। তবে কিছু বিতর্ক ছিল তাঁকে কুখ্যাত করার জন্যই।
28
অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাঁকে আমেরিকান অভিনেতা ডার্ক বেনেডিক্টের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
38
গুঞ্জনের মতে, ৭৫ বছর বয়সী ডার্কের শিল্পাকে বেশ পছন্দ ছিল, যার কারণেই তিনি শিল্পার সঙ্গে বহুবার ফ্লার্টও করেছেন।
48
সেই ফ্লার্ট করাই এগিয়ে গিয়েছিল ঘনিষ্ঠ হওয়ায়। ভিডিওতে শিল্পা একটি বিন ব্যাগের উপর বসে আছেন।
58
হঠাৎ ডার্ক গিয়ে তাঁর সঙ্গে এমনভাবে ঘনিষ্ঠ হওয়া শুরু করেন যে শিল্পাকে বাধ্য হয়ে উঠে যেতে হয়।
68
তবে শিল্পাকে তাঁকে প্রথমদিকে বারণও করেননি। বরং ঘন ঘন হেসে যাচ্ছিলেন অভিনেতার আচরণে।
78
শিল্পা উঠে যেতেই ডার্ক তাঁকে বলেন, তিনি খুব শীঘ্রই শিল্পার কাছাকাছি আসবেন। তাতেও কোনও জবাব না দিয়ে শিল্পা হাসতে থাকেন।
88
বিগ ব্রাদারের বাকি সদস্যরাও বিষয়টি ঠাট্টার মতই নেয়। তবে ভারতীয় ভক্তরা শিল্পার এই প্রতিক্রিয়ায় মোটেই খুশি হয়নি। বরং তাদের দাবি ছিল, শিল্পা এগুলি জনপ্রিয়তা পাওয়ার জন্যই করেছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।