শিল্পা শেট্টি এবং বিতর্ক। এক সময় এই দুই ওতোপ্রতভাবে জড়িত ছিল একে অপরের সঙ্গে। ২০০৭ সালে ব্রিটিশ রিয়্যালিটে শো বিগ ব্রাদারে এসে নজর কেড়েছিলেন বিদেশি দর্শকের। আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেন শিল্পা। বর্ণবিদ্বেষ, কুমন্তব্য, ভারতীয় হওয়ায় নানা সমালোচনা সহ্য করে টিকে থেকেছিলেন শিল্পা। নিজের সম্মান বজায় রেখেই বিগ ব্রাদার অনুষ্ঠানে কেবল টিকেই থাকেননি তিনি, জিতেওছিলেন সেই শো।