রণবীরকে নগ্ন দেখে ফেলেছিলেন সোনম, পরমুহূর্তে কী করেছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী

সোনম কাপুর মানেই বিতর্কের শিরোনামে উঠে আসা অন্যতম বলিউড অভিনেত্রী। কোনও মন্তব্য করার আগে তিনি যে একেবারেই খুব বেশি চিন্তা করেন না তা এতদিনে সকলেই বুঝে গিয়েছে। কারও সম্বন্ধে কিছু বলতে হলে তিনি না ভেবেই বলে ফেলেন। যার জেরে সাংঘাতিক সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। তবুও তিনি দমে যাওয়ার মানুষ তিনি নন। একের পর এক মন্তব্য কেরিয়ারের শুরু দিকেও করেছিলেন এখনও একই কাজ করে চলেছেন। 

Adrika Das | Published : Sep 9, 2020 3:45 PM IST
111
রণবীরকে নগ্ন দেখে ফেলেছিলেন সোনম, পরমুহূর্তে কী করেছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী

কফি উইথ করণ অনুষ্ঠানে এসে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। তবে যে বছর তিনি প্রথমবার অনুষ্ঠানটিতে আসেন, সেই সময় একের পর এক বিস্ফোরক মন্তব্যে ভরিয়ে দিয়েছিলেন।

211

অন্যান্য অভিনেতা, অভিনেত্রী, কঙ্গনা রনাওয়াত, অমৃতা রাও, সকলে নিয়ে বিভিন্ন কুমন্তব্য করে বসেন। 

311

যার জেরে তাঁকে রীতিমত সমালোচনার মুখে পড়তে হয়। সেই সমালোচনারও জবাব দিতে পারদর্শী সোনম। 

411

সেই পর্বেই রণবীর কাপুরের সম্বন্ধেও বিভিন্ন মন্তব্য করে বসেন তিনি। যেমন তিনি প্রেমিক হিসাবে মোটেই ভাল নয়। 

511

বন্ধু হিসাবে ভাল হলেও প্রেমিক হিসাবে তিনি কতখানি যোগ্যতা রাখেন তিনি সে বিষয় সোনমের যথেষ্ট সন্দেহ রয়েছে। 

611

তারপরই ব়্যাপিড ফ্যায়ার রাউন্ডে তাঁকে জিজ্ঞেস করা হয় রণবীর কাপুরকে তাঁর সেক্সি মনে হয় কিনা। 
 

711

এই প্রশ্নের উত্তরে সোনম নিমেষে জবাব দেন, "না! আমার ওকে একেবারেই সেক্সি মনে হয় না।"

811

পাশাপাশি তিনি এও বলেন, রণবীরকে তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেছেন তিনি। 

911

সাওয়ারিয়া ছবির জব সে তেরে নেয়না গানের শ্যুটিংয়ে সঞ্জয় লীলা বনশালীকে অ্যাসিস্ট করছিলেন তিনি। 

1011

সেই সময় নাচতে গিয়ে রণবীরের তোয়ালে খুলে যায়। সেটে উপস্থিত থাকা প্রতিটি তাঁকে নগ্ন অবস্থায় দেখে ফেলে।

1111

সোনমও তাঁকে নগ্ন অবস্থায় দেখে চোখ ঘুরিয়ে নেন। যার কারণেই তিনি সেক্সি না মনে হওয়ার উত্তরটি দেন কফিল উইথ করণে।   

Share this Photo Gallery
click me!

Latest Videos