২০১৯ ভ্যালেন্টাইন্স ডে থেকেই শুরু হয়েছিল সম্পর্কের জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন টাইগার দিশা জুটি। বাঘি টু তখন হিটলিস্টে। মাঝে নানা চড়াই-উৎরাই কাটিয়ে আছো একসঙ্গে পথ চলছেন তারা। তবে বিয়েটা কবে?
টাইগার শ্রফ ও দিশা প্রকাশ্যে একে অন্যের সঙ্গে ডেট করতেন। একাধিকবার ক্লোজ পোস্ট দিয়ে ভাইরাল হয়েছেন তারা।
211
কখনো ডিনার ডেট কখনো আমরা হলিডে ট্রিপ, টাইগার তিশা প্রেমকাহিনী ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তবে খুব বেশি দিনের জন্য নয়।
311
কয়েকদিনের মধ্যেই সামনে আসে সম্পর্কে ফাটল এর খবর। দুই ছেলে বি জানিয়ে দিয়েছিলেন তারা কেরিয়ারের ফোকাস করতে চান।
411
সেই কথা মাথায় রেখেই পথচলার শুরু। এই কোন বাঘি 3 ছবি সুখের সময় টাইগার মন দিয়ে বসেন শ্রদ্ধাকে।
511
যদিও সেই জল্পনাকে বেশিদিন টিকতে দেয়নি শ্রদ্ধা কাপুর। মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন সেই প্রসঙ্গ।
611
এর কিছুদিনের মধ্যেই সামনে আসে আবারো দিশার সঙ্গে ঘনিষ্ঠ টাইগার। তবে এবার আর প্রকাশ্যে নয়।
711
তবে ভালো মতো দুই স্টারের গতিবিধিতে নজর রাখলেই এই সম্পর্কের জল্পনা স্পষ্ট হয়ে ধরা দেয়। সম্প্রতি মালদ্বীপ থেকে ছবি হয়ে উঠেছিল ভাইরাল।
811
সম্প্রতি তিরিশের কোঠায় পা দিলেন টাইগার শ্রফ। এমনই সময় প্রশ্নের মুখে পড়তে হলো যা জ্যাকি কে।
911
কবে দিশাকে বিয়ে করছেন টাইগার, এই প্রশ্নের উত্তরে টাইগারের বাবা জানান টাইগার একটা সময় একটা কাজে মন দেন, আর এখন সেটা অভিনয়।
1011
বিয়েটা করলেও তখন সেটা মন থেকেই করবেন। তবে এই মুহূর্তে নয়। টাইগার এখন ফোকাস করে আছে তার ক্যারিয়ারে।
1111
যদিও দিশার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অভিনেতার বাবা। তবে ছেলের বিয়ে নিয়ে তিনি নিশ্চিত।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।