অপমান থেকে শুরু করে মার খাওয়া , রেখার ব্যক্তিগত জীবনের ভয়াবহ স্মৃতি

Published : Sep 20, 2020, 09:02 AM ISTUpdated : Sep 20, 2020, 09:05 AM IST

বলিউডে যেভাবে ভাইরাল রেখার অনস্ক্রিন স্টোরি, ঠিক সেভাবেই ভাইরাল রেখার ব্যক্তিগত জীবনের ইতিকথা। রেখার প্রতিটা অধ্যায়ে জড়িয়ে থাকা একাধিক কাহিনি যা তাঁকে একাধিকবার ভেঙে গড়েছে, এক কথায় বলতে গেলে তা যেন সকলের নজরের কেন্দ্রে থেকে, আজও ভাইরাল হয়ে ওঠে ভক্তদের মুখে মুখে। বিনোদ মেহেরার মায়ের থেকে পাওয়া ব্যবহার তারই মধ্যে অন্যতম। 

PREV
19
অপমান থেকে শুরু করে মার খাওয়া , রেখার ব্যক্তিগত জীবনের ভয়াবহ স্মৃতি

রেখার ব্যক্তিগত জীবনে একাধিকবার ঝড় তুলেছে নানা কাহিনি। যার মধ্যে অন্যতম হত তাঁর বৈবাহিক জীবন। 

29

বিনোদ মেহেরার সঙ্গে রেখার প্রেম যে বেজায় সকলের নজর কেড়েছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। 

39

তাঁদের মধ্যে থাকা এই সুন্দর সম্পর্কের সমীকরণ মুহূর্তে বদলে গিয়েছিল বিনোদের মায়ের একটা আচরণে।

 

49

বিনোদের বাড়ি থেকে এই বিয়ে মেনে নিতে রাজি ছিল না কেউ। যা প্রথম সাক্ষাতেই রেখা বুঝতে পেরে গিয়েছিলেন। 

59

বিয়ে করার পর কলকাতায় বিনোদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন রেখা। বাড়িতে ঢুকতেই পেলেন এক ভিন্ন আচরণ। একাধিক কুকথা শুনতে হয় সেদিন রেখাকে। 

69

রেখার বায়োগ্রাফি অনুযায়ী সেদিন রীতিমত রেখাকে মারতে ছুঁটেছিলেন বিনোদের মা। চোখে জল নিয়ে বাড়ি ছেড়েছিলেন রেখা। 

79

যা কোনও দিনও ভুলতে পারবেন না বলেও একাধিকবার জানিয়েছিলেন তিনি। বিনোদের বাড়ির লোকেদের পুত্রবধু হিসেবে রেখা না পসন্দ। 

 

89

কিন্তু তখন রেখা ও বিনোদের মাঝে থাকে প্রেমকাহিনি ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। যদিও সেই সুন্দর প্রেমই যে বিয়ের পিঁড়িতে বদলে যাবে তা রেখা বুঝতেও পারেননি। 

99

রেখার জীবনের এই অধ্যায় আজও তাঁকে তাড়িযে নিয়ে বেড়ায়। যা নিয়ে খুব একটা বেশি কথা বলতেও পছন্দ করেন না তিনি। 

click me!

Recommended Stories