Published : Sep 20, 2020, 09:02 AM ISTUpdated : Sep 20, 2020, 09:05 AM IST
বলিউডে যেভাবে ভাইরাল রেখার অনস্ক্রিন স্টোরি, ঠিক সেভাবেই ভাইরাল রেখার ব্যক্তিগত জীবনের ইতিকথা। রেখার প্রতিটা অধ্যায়ে জড়িয়ে থাকা একাধিক কাহিনি যা তাঁকে একাধিকবার ভেঙে গড়েছে, এক কথায় বলতে গেলে তা যেন সকলের নজরের কেন্দ্রে থেকে, আজও ভাইরাল হয়ে ওঠে ভক্তদের মুখে মুখে। বিনোদ মেহেরার মায়ের থেকে পাওয়া ব্যবহার তারই মধ্যে অন্যতম।
যা কোনও দিনও ভুলতে পারবেন না বলেও একাধিকবার জানিয়েছিলেন তিনি। বিনোদের বাড়ির লোকেদের পুত্রবধু হিসেবে রেখা না পসন্দ।
89
কিন্তু তখন রেখা ও বিনোদের মাঝে থাকে প্রেমকাহিনি ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। যদিও সেই সুন্দর প্রেমই যে বিয়ের পিঁড়িতে বদলে যাবে তা রেখা বুঝতেও পারেননি।
99
রেখার জীবনের এই অধ্যায় আজও তাঁকে তাড়িযে নিয়ে বেড়ায়। যা নিয়ে খুব একটা বেশি কথা বলতেও পছন্দ করেন না তিনি।