শাহরুখ সবার আগে মেয়েদের কোন জিনিসটা লক্ষ্য করে থাকেন, রিতেশের এ প্রশ্নে কিং খানের ভাইরাল জবাব

কিং খান বলে কথা। রোমান্সে গুরুদেবকে কাছ থেকে দেখার স্বপ্ন দেখে হাজার হাজার মহিলা মহল। কিং খানের সব কিছুই যেন বড্ড বেশি প্রিয় মেয়েদের কাছে। তবে শাহুখ খানের কি প্রিয়, মেয়েদের কোন দিকটা তাঁকে আকর্ষিত করে জানেন! 

Jayita Chandra | Published : Mar 23, 2021 8:16 AM
19
শাহরুখ সবার আগে মেয়েদের কোন জিনিসটা লক্ষ্য করে থাকেন, রিতেশের এ প্রশ্নে কিং খানের ভাইরাল জবাব

শাহরুখ খানের তো সব কিছুই মেয়েদের পছন্দ, তবে এবার আসা যায় কিং খানের বিষয়। শাহরুখ খান মেয়েদের কোন জিনিসটা বেশি লক্ষ্য করে থাকেন? 

29

একটি রিয়েলিটি শো এর মঞ্চে এমনই প্রশ্ন করে বসেন রিতেশ দেশমুখ। জানতে চেয়ে ছিলেন শাহরুখ প্রথমেই মেয়েদের কি দেখেন। 

39

একজনের সঙ্গে প্রথম আলাপ যোগাযোগ যদি কোথাও হয়ে থাকে তাহলে শাহরুখের মন ছুতে গেলে কোন দুটি বিষয়ে ভালো হওয়া প্রয়োজন।

49

কিছুক্ষণের মধ্যেই শাহরুখ উত্তর দিলেন কণ্ঠস্বর আর মুখের হাসি। মেয়েদের মধ্যে এই দুটো বিষয় লক্ষ্য করেন তিনি।

59

এই দুটো বিষয়ে যদি ভালো লেগে থাকে তাহলে খুব সহজেই শাহরুখ তার সঙ্গে মিশে যেতে পারে।

69

ভালোলাগার বিষয় শাহরুখের নিজের ক্ষেত্রে বিষয়টা ঠিক একই রকম। এদিন রিতেশ জানতে চায় শাহরুখের নিজের কোন বিষয়টি শাহরুখের খুব প্রিয়।

79

তখন কিংখান সাতপাঁচ না ভেবে উত্তর দিয়ে দিয়েছিলেন তার গালে টোল ও মুখের হাসি।

89

শাহরুখ খান পর্দায় বরাবরই রোম্যান্সের কিং। তাই তার লাভ লাইফ যে ভীষণ রকম রঙিন হবে এমনটাই স্বপ্ন দেখে সাধারণ।

99

তবে কিং খান ব্যক্তিগত জীবনের খুব একটা রোমান্টিক নয়। একাধিকবার নিজেই সাক্ষাৎকারে এই নিয়ে খুলে কথা বলেছেন শাহরুখ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos