'জাস্ট মোহাব্বত' কমেডি শো- দিয়ে কেরিয়ার শুরু , তারপর দক্ষিণী ও ভোজপুরী ছবিতে অভিনয়। তবে সেভাবে কোনও সাফল্য পাননি। তবে রিল লাইফের মতো রিয়েল লাইফও তার বেশ আড়ম্বরপূর্ণ। তিনি হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেক। বলি অভিনেতা ছাড়াও তার আরও একটি পরিচয় আছে,যা হয়তো অনেকেই জানেন না। তিনি হলেন বলি অভিনেতা গোবিন্দ-র ভাগ্নে। 'ওয়ান-নাইট স্ট্যান্ড' দিয়েই নিজের প্রেমের শুরু করেছিলেন অভিনেতা কৃষ্ণা। পরের পরিণতি জানলে চমকে যাবেন।