কত কোটি টাকায় সাধের ফ্ল্যাট বিক্রি করে দিলেন অর্জুন, তবে কি থাকতে চান না মালাইকার সঙ্গে?

১০ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন করছেন মালাইকা আরোরা। বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তার রোম্যান্স যেন সকলের মুখে মুখে। ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন তার প্রমাণ দিয়েছে বারবার। তবে এবার আর রোম্যান্সের জন্য নয় বরং বাড়ি বিক্রি করে শিরোনামে উঠে এসেছেন অর্জুন কাপুর। পশ্চিম বান্দ্রায় একটি  ফ্ল্যাট ছিল অর্জুন কাপুরের। যদিও সেই ফ্ল্যাটে থাকতেন না অর্জুন কাপুর। এবার সেই ফ্ল্যাটই বিক্রি করে দিলেন অর্জুন কাপুর। কিন্তু কেন এই ফ্ল্যাট বিক্রি করে দিলেন, তবে কি মালাইকার জন্য থাকতে চান না অভিনেতা এই নিয়ে উঠছে নানা প্রশ্ন।
 

Riya Das | Published : Jul 21, 2022 6:56 AM IST
18
কত কোটি টাকায় সাধের ফ্ল্যাট বিক্রি করে দিলেন অর্জুন, তবে কি থাকতে চান না মালাইকার সঙ্গে?

কোনও কারণে হোক বা অকারণে সর্বদাই শিরোনামে থাকেন  অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। এবার বাড়ি বিক্রি করে শিরোনামে উঠে এসেছেন অর্জুন কাপুর। কিন্তু কেন এই বাড়ি বিক্রি করে দিলেন তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।
 

28

১০ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন করছেন মালাইকা আরোরা। বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তার রোম্যান্স যেন সকলের মুখে মুখে। ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন তার প্রমাণ দিয়েছে বারবার। তবে  মালাইকার অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট কেন বিক্রি করে দিলেন তা নিয়েই চলছে জল্পনা।

38

বাড়ি বিক্রির ডকুমেন্টস -এ সই করেছেন অর্জুনের বোন অংশুলা কাপুর। বর্তমানে জুহুর রাহেজা অরকিড-এর সাত তলায় থাকেন অর্জুন কাপুর। অন্যদিকে মালাইকার অ্যাপার্টমেন্টেই ফ্ল্যাট ছিল অর্জুনের। আর সেই ফ্ল্যাট বিক্রি করতেই নানা প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা।

48

পশ্চিম বান্দ্রায় একটি  ফ্ল্যাট ছিল অর্জুন কাপুরের। সেই একই অ্যাপার্টমেন্টে রয়েছে প্রেমিকা মালাইকার ফ্ল্যাট। যদিও সেই ফ্ল্যাটে থাকতেন না অর্জুন কাপুর। এবার সেই ফ্ল্যাটই বিক্রি করে দিলেন অর্জুন কাপুর। তবে কি মালাইকার সঙ্গে আর থাকতে চান না অভিনেতা এই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে।

58

স্থানীয় বিল্ডারদের সূত্র থেকে জানা গিয়েছে পশ্চিম বান্দ্রার এই ফ্ল্যাটটি অভিনেতা,রাজনীতিবিদ, ক্রিকেটারদের মধ্যেও খুব জনপ্রিয় ছিল। আসলে বিল্ডিংটির লোকেশন এবং সি ভিউ-এর জন্যই এর বাজারদর ছিল এতটাই উচ্চমানের। তবে অর্জুনের মতো অনেকেই ইনভেস্টমেন্টের জন্য এটাকে ব্যবহার করে থাকেন থাকার জন্য নয়।

68

অর্জুন কাপুর ও মালাইকার প্রেম নিয়ে চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের মাল্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে  মালাইকা জানান, আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে কোনও ধন্দ নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে তাতে দুজনেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। এবং তা নিয়ে আলোচনাও করছি। এবং ওর সঙ্গেই সুন্দর জীবন কাটাতে ও বুড়ো হতে চাই।

78

মালাইকা আরও বলেন, অর্জুনের সঙ্গে থাকতে নিজেকে অনেক বেশি নিরাপদ লাগে। একে অন্যের প্রতি টান এবং ভালবাসা এই সম্পর্কের পুড়োটা জুড়ে আছে। প্রতিটা দিন কাটে গভীর প্রেমে। এর চেয়ে আর বেশি কিছু বলতে নারাজ মালাইকা। কোনও কিছুকেই পরোয়া না করে একে অপরের হাত ধরে রোম্যান্সে মজে রয়েছেন অর্জুন ও মালাইকা। 

88

অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার  কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। যদিও এসব কটাক্ষকে পাত্তা না দিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন।  দীর্ঘদিনের এই সম্পর্কের পরিণতি খুব শীঘ্রই হতে চলেছে। যদিও বিয়ে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। অর্জুন ও মালাইকার বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। তার মধ্যে মালাইকার অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট বিক্রি করায় ফের সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos