স্থানীয় বিল্ডারদের সূত্র থেকে জানা গিয়েছে পশ্চিম বান্দ্রার এই ফ্ল্যাটটি অভিনেতা,রাজনীতিবিদ, ক্রিকেটারদের মধ্যেও খুব জনপ্রিয় ছিল। আসলে বিল্ডিংটির লোকেশন এবং সি ভিউ-এর জন্যই এর বাজারদর ছিল এতটাই উচ্চমানের। তবে অর্জুনের মতো অনেকেই ইনভেস্টমেন্টের জন্য এটাকে ব্যবহার করে থাকেন থাকার জন্য নয়।