৭০ সপ্তাহ পার, সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে, কেন মিলছে না রায়, প্রশ্ন তুলে সরব নেটমহল

রবিবার সকাল থেকেই সরগরম নেট দুনিয়া। এমনই এক রবিবার দুপুরে মিলেছিল ভয়ানক খবর, সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন সুশান্ত সি রাজপুত। তবে থেকে শুরু জলঘোলা, আত্মহত্যা না খুন, এই দুইয়ে মাঝে আটকে থাকা ভক্তমহল বারে বারে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিচার চাই। তবে কেন এখনও চুপ কেন্দ্রির তিন বাঘা বাঘা সংস্থা! 

Jayita Chandra | Published : Oct 24, 2021 10:51 AM / Updated: Oct 24 2021, 11:03 AM IST
19
৭০ সপ্তাহ পার, সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে, কেন মিলছে না রায়, প্রশ্ন তুলে সরব নেটমহল

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), এক কথায় বলতে গেলে এই সুপারস্টারের পরতে পরতে জড়িয়ে থাকা মৃত্যু রহস্য আজও ভক্তদের দুচোখের পাতা এক করতে দেয় না। সেই মৃত্যু(Murder Case) রহস্য ঘিরেই আবারও সরব নেট মহল (Netizens)। তুলে ধরল একের পর এক প্রশ্ন। 

29

হাতে একাধিক তথ্য রয়েছে, বারে বারে বিভিন্ন রাজনীতিবিদদের মুখে তা উঠেও এসেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হত্যা, এটা জানাতে এতো সময় কেন!

39

কেন সঠিক বিচার পাচ্ছেন না দিশা, তাঁকে ধর্ষণ করা হয়, কেন সুশান্ত ও দিশাকে স্পটেই আত্মহত্যা বলে দেওয়া হল!

49

কেন্দ্রের তিন তিনটে সংস্থা মিলে সত্য কেন চাপা দেওয়ার চেষ্টায় মরিয়া! রবিবার এমনই এক সকালে আবারও জেগে উঠল নেট দুনিয়া। একের পর এক প্রশ্ন তুলতে শুরু করে। 

59

ট্রেন্ড হতে থাকে সিবিআই ঘোষণা করো সুশান্ত খুন, কিন্তু কোথায় কি, এই তদন্ত যেন এক প্রকারের চাপা পড়ে গেছে। কী ঢাকার চেষ্টা করছে সকলে। 

69

সত্যিই কি ওই কাপড় দিয়ে খুন করা সম্ভবপর! সত্যিই তি সুশান্তের উচ্চতা অনুযায়ী খাটের ওপর দাঁড়িয়ে হত্যা সম্ভব! স্পষ্ট সকলের কাছে সত্যি।- এমনটাই দাবী নেটিজেনদের। 

79

দেখতে দেখতে দেড় বছর পার, কোথাও গিয়ে যেন সঠিক বিচারের আশায় আজও দিনগুনছেন সুশান্ত সিং রাজপুতের পরিবার। 

89

নেটিজেনদের যুক্তিতে মাদক কাণ্ডের সূত্রপাত সুশান্ত সিং রাজপুতের কেস থেকেই। সেই মূল তদন্ত কীভাভে চাপা পড়ে গেল। 

99

কবে বিচার পাবে! ভক্তরা ছেড়ে দেওয়ার নয়, তা স্পষ্ট মনে করিয়েই ভাইরাল আবারও সুশান্ত সিং রাজপুতের বিচার ট্যাগ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos