Published : Oct 15, 2020, 02:50 PM ISTUpdated : Oct 15, 2020, 02:52 PM IST
ক্যাটরিনা কাইফ, বলিউডের প্রথমসারিতেই বিরাজমান তিনি। নাচ, অভিনয়, ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন সমস্ত কিছুতেই লাইমলাইটের শীর্ষে রয়েছেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৩৭ বছরে জীবনে একাধিক প্রেমের আনাগোনা থাকলেও বর্তমানে আজও সিঙ্গেল ক্যাটরিনা। কিন্তু কেন জানেন? জানলে অবাক হবেন আপনিও।
বরাবরই খবরের শিরোনামে থাকেন ক্যাট। তার প্রেম থেকে বিচ্ছেদ সবেতেই মজে থাকেন নেটিজেনরা। লকডাউনে তারকাদের পুরোনো সম্পর্ক, সাক্ষাৎকার, ভিডিও, ছবিতে মজেছেন নেটিজেনরা।
210
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমন-এর সঙ্গে তার সম্পর্কের কথা সকলেরই জানা। বলিউডে কেরিয়ার গড়তে অনেকটাই নাকি সাহায্য করেছিলেন সলমন।
310
একাধিক অভিনেত্রীদের সঙ্গেই নাম জড়িয়েছে সলমন-এর। রিল নয়, বরং রিয়েল লাইফেও দুজনে অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন। যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
410
একাধিক অভিনেত্রীদের সঙ্গেই নাম জড়িয়েছে সলমন-এর। রিল নয়, বরং রিয়েল লাইফেও দুজনে অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন। যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
510
সলমনের পরেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। সেই সম্পর্কও টেকেনি ক্যাটরিনা।
610
একের পর এক সম্পর্ক তারপর বিচ্ছেদ , এখনও মেনে নিতে পারেননি ক্যাটরিনা।
710
ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা ডেটিং করছেন বলে গুঞ্জনে শোনা গেছে, যদি তা কেউই স্বীকার করেননি।
810
একাধিকবারই ক্যাটরিনাকে নিজের মনের খুঁজে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন নেটিজেনরা। কিন্তু ক্যাটরিনা হেঁসেই তার জবাব দিয়েছেন।
910
একাধিকবারই ক্যাটরিনাকে নিজের মনের খুঁজে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন নেটিজেনরা। কিন্তু ক্যাটরিনা হেঁসেই তার জবাব দিয়েছেন।
1010
পরবর্তীকালে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করে ক্যাটরিনা জানিয়েছেন, তিনি জীবনে তিনটি জিনিস চান, প্রথমত, অ্যাওয়ার্ড, দ্বিতীয়টি বয়ফ্রেন্ড এবং লাস্ট ওয়ান হল নিজস্ব প্রযোজনা সংস্থা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।