ক্যাটরিনাকে তো চেনেন, ফ্যাটরিনাকে কি চেনে, সোশ্যাল মিডিয়া ভেঙে চুরমার করেছিল জারিনকে

Published : Feb 26, 2021, 01:44 PM ISTUpdated : Feb 26, 2021, 03:08 PM IST

বলিউডে স্বপ্ন পূরণের জন্য সকলেই পা রাখেন, কিন্তু সেই স্বপ্ন ঠিক কতজনের পূরণ হয় বলা মুশকিল। অনেকের জ্ঞান, অভিজ্ঞতা থাকলেও নানা কারণে প্রশ্নের মুখে পড়তে হয়, ট্রোলের মুখে পড়তে হয়, যা তাঁদের পিছিয়ে দেয় এক ধাক্কায় অনেকখানি। 

PREV
19
ক্যাটরিনাকে তো চেনেন, ফ্যাটরিনাকে কি চেনে, সোশ্যাল মিডিয়া ভেঙে চুরমার করেছিল জারিনকে

বডি শেমিং থেকে শুরু করে, সেলেবদের সঙ্গে তুলনা। একাধিক সমস্যার মুখে মাঝে মধ্যেই পড়তে হয় সেলেবদের। 

29

সেই তালিকা থেকে বাদ পড়েননি জারিন খানও। তঁকে প্রথম সামনে আনেন সলমন খান। 

39

তবে পোস্টার প্রকাশ্যে আসার পরই বিপাকে পড়তে হয় এই অভিনেত্রীকে। তখন সলমন-ক্যাটরিনা জল্পনা তুঙ্গে। 

49

যার ফলে সলমন খানের পাশে জারিন খানকে কেউ সেই সময় মেনে নিতে পারছিলেন না। হতে হয় ব্যাপক ট্রোল। 

59

শরীরের গরন নিয়ে ওঠে প্রশ্ন, ক্যাটরিনা নয়, এবার সলমনের পাশে ফ্যাট-রিনা। ছবি মুক্তির আগেই ভেঙে পড়েন জারিন। 

69

ওজন কমিয়ে সকলের নজরে স্লিম লুকে ধরা দিতে চাইলেও ততদিনে এই নাম তাঁর ভাইরাল। 

79

তিনি বুঝেছিলেন, এই ঝড় তাঁকে বলিউডে দাঁড়াতে দেবে না। তিনি হাল ছাড়েননি, কিন্তু স্বপ্নপূরণ হয়নি তাঁর। 

89

এক সংবাদ মাধ্যমকে সম্প্রতি এই নিয়ে বিস্তারিত জানান জারিন। ক্যাটই ছিল তাঁর বলিউডে ধাক্কার কারণ। 

99

এসবের পাশাপাশি জবা ফুলের রয়েছে আরও অনেক গুণ। ছোট থেকে অনেকেরই মাথায় চুল কম থাকে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories