জিনাত আমান অভিনীত পারত ৮০টির বেশি বলিউড (Bollywood) ছবি আছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হল হিট ছবি হল, আজনবি (১৯৭৪), ইক্স ইক্স ইক্স (১৯৭৪), চোরি মেরা কাম (১৯৭৫), কালা বাজার (১৯৭৭), চোর কে ঘর চোর (১৯৭৮), সত্যম শিবম সুন্দরম (১৯৭৯), ইনসাফ কা তরদু (১৯৮১) , দোস্তানা (১৯৮০), তকদির (১৯৮৩), আমির আদমি গরিব আদমি (১৯৮৫), বাত বন জায়ে (১৯৮৬), আগলি অউর পাগলি (২০০৮), দিল তো দিওয়ানা হ্যায় (২০১৬), সল্লু কি সাধি (২০১৭), পানিপথ (২০১৯)।