বিশ্বের প্রায় দেড় কোটি মানুষ করোনার মত মারণ ভাইরাসে আক্রান্ত।মৃতের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে। এই অবস্থায় ভ্যাকসিন ছাড়া এই অতিমারী পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাবে না সেই বিষয়ে মোটামুটি নিশ্চিত বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। রাতদিন এক করে তাই বিশ্বের নানা প্রান্তে চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। আর মারণ ব্যাধিকে রুখতে ভ্যাকসিন নিয়ে এবার একেবারে সুখবর শোনাল অক্সফোর্ড। তাদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিকভাবে ইতিবাচক ফল পাওয়া গেছে বলেই দাবি করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা ।