'পথনাটিকা করছেন বাংলার মুখ্যমন্ত্রী', মমতার প্রতিবাদকে কটাক্ষ করে চ্যালেঞ্জ লকেটের

হাথরস-কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিলকে কার্যত কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়।লকডাউনের সময় বাংলায় পনেরো জনকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন লকেট। পাশপাশি তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে কামদুনি, জলপাইগুড়িতে ধর্ষিতার বাড়ির সামনে মিছিল করুন মুখ্যমন্ত্রী। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকে কৃষি আইনের সমর্থনে মিছিল করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়।

Alok Shit | Published : Oct 3, 2020 9:43 PM / Updated: Oct 03 2020, 09:44 PM IST
15
'পথনাটিকা করছেন বাংলার মুখ্যমন্ত্রী', মমতার প্রতিবাদকে কটাক্ষ করে চ্যালেঞ্জ লকেটের

হাথরস কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রতিবাদকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়। 

25

পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকে কৃষি আইনের সমর্থনে মিছিল করেন লকেট। সেখানে মুখ্যমন্ত্রী হাথরাস কাণ্ড নিয়ে পথনাটিকা করছেন বলে কটাক্ষ করেন।
 

35

লকেটের অভিযোগ, লকডাউনের সময় বাংলায় ১৫ জনকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 

45

''মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে কামদুনি, জলপাইগুড়ি ধর্ষিতার বাড়ির সামনে মিছিল করে দেখাক''। হুঁশিয়ারি লকেটের।

55

লকেট আরও বলেন, ''উত্তরপ্রদেশে ধর্ষিতা হলে দোষীর শাস্তির দাবিতে কলকাতায় মমতার মিছিল। অথচ নিজের রাজ্যে কেউ ধর্ষিতা সে চরিত্রহীনা''।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos