কিন্তু, ভার্চুয়াল বিয়ে কীভাবে মিশল দুই বাংলা? পরিবার সূত্রে জানা গেল, ২০১৮ সালে মার্চ মাস মাসে সাহেরান ফতেমা কুয়েত থেকে ভেলোরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। একই সময়ে ওই হাসপাতালে গিয়েছিলেন কাটোয়ার দাঁইহাটের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক মীর আবু তাহের আলি। সেখানেই দুজনের পরিচয় হয়।