পাত্র এপার বাংলার বর্ধমানের বাসিন্দা। আর পাত্রী সদূর কুয়েতের। করোনা আবহের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক অবশেষে গড়াল বিয়েতে। মুসলিম রীতি মেনেই ভার্চুয়ালে বিয়ে সম্পন্ন হল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কুয়েত থেকে বাংলাদেশের ঢাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন পাত্রী। আর সেখান থেকেই কাটোয়া দাঁইহাটের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক মীর আবু তালেব বিয়ে করলেন কুয়েতের সাহেরান ফতেমাকে। মুসলিম বিবাহ আইনে কাজির উপস্থিতিতে বাংলাদেশি মুদ্রায় চব্বিশ হাজার টাকা দেন। অন্যদিকে মোহরের বিনিময়ে শাদি কবুল করলেন সাহেরান ফতেমা। বিবাহের সবই রীতি সম্পন্ন হল ভার্চুয়ালে।