BIG BUMPER, রথযাত্রার আগে লাগাতার ৪ দিন দাম কমল সোনার, রেকর্ড দরের থেকে কতটা কম কলকাতায়

অবশেষে মিলল স্বস্তি। কলকাতায় লাগাতার ৪ দিন পরপর দাম কমল সোনার। রথযাত্রায় আগেই মুখে চওড়া হাসি মধ্যবিত্তের। কলকাতায় একটানা দাম বৃদ্ধির পর শনিবার ফের দাম কমল সোনার। সোনার দামে পতন হলেও দাম কমেছে রূপোর। সোনার পাশাপাশি একলাফে অনেকটাই কমেছে রূপোর দাম।  রথযাত্রায় আগেই কোথায় ঠেকল সোনার দর, জেনে নিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম।

Riya Das | Published : Jul 10, 2021 10:25 AM / Updated: Jul 20 2021, 12:10 PM IST
19
BIG BUMPER, রথযাত্রার আগে লাগাতার ৪ দিন দাম কমল সোনার, রেকর্ড দরের থেকে কতটা কম কলকাতায়

রথের আগেই সুখবর।  কলকাতায় একটানা দাম বৃদ্ধির পর শনিবার ফের দাম কমল  সোনার।
 

29

রথযাত্রায় আগেই মুখে চওড়া হাসি মধ্যবিত্তের। সোনার দামে পতন হলেও দাম কমেছে রূপোর। সোনার পাশাপাশি একলাফে অনেকটাই কমেছে রূপোর দাম।

39


রথযাত্রা উপলক্ষ্যে প্রতিটি সোনার দোকানেই রয়েছে আকর্ষণীয় ছাড়। সেই সঙ্গে সোনার দাম কমায় দোকানেও ভিড় বাড়ছে মধ্যবিত্তের।

49

বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।

59

বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।

69

 ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,২০০টাকা। 

79

 ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৯০০ টাকা।

89

 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও।

99

সোনার থেকেও আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬৯,৩০০  টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos