উৎসবের মরশুমে যেন চাপ বাড়ছে সোনা ও রূপোর দাম। সোনার দাম বাড়া-কমা যেন লেগেই থাকে। একদিকে বাড়ছে তো অন্যদিন কমছে। তবে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমেছিল সোনার। ফের ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় অনেকটাই কমেছে। দেবীপক্ষের শুরুতে মহালয়ার দিন কতটা সস্তা হল সোনার দাম, কোথায় ঠেকল রূপোর দর, জেনে নিন একনজরে।